Durga Puja 2025: গোটা বাংলা জুড়ে উৎসবের আমেজ। বাঙালি মেতে উঠেছে তাদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে (durga puja 2025)। শহর থেকে শহরতলী, চলছে থিমের লড়াই। পুজো উদ্যোক্তারা দর্শকদের সামনে তুলে ধরছেন নানা রকমের ভাবনা।
শিল্পীদের উৎকর্ষতায় এবং ছোঁয়ায় একেকটি থিম যেন আরও জীবন্ত হয়ে উঠছে মানুষের কাছে (behala nutan dal 2025 theme)। সেইরকমই একটি তাক লাগিয়ে দেওয়া থিম দেখা গেল দক্ষিণ কলকাতার বেহালা নতুন দল পুজো মণ্ডপে। নিঃসন্দেহে এক অভিনব ভাবনা।
সঞ্জয় ভট্টাচার্য, রণো ব্যানার্জি এবং অমর সরকারের হাতে তৈরি হয়েছে এই অসাধারণ মণ্ডপটি। প্রতিমা শিল্পী হলেন অরিঘ্ন সাহা। এই বছর বেহালা নতুন দলের হীরক জয়ন্তী বর্ষ। আর ২০২৫ সালের দুর্গাপুজোতে তাদের থিম ‘শিবানী ধাম'।
বাংলা, বিহার এবং উড়িষ্যা নিয়ে গঠিত তৎকালীন সুবে বাংলার প্রায় ৫০০ বছরের পুরনো একটি রাজ্যের নাম ছিল সংগ্রামপুর। কিররাণী রাজত্বের রাজা দাউদ খানকে পরাজিত করে রাজা রাজকিশোর সিংহ সেই বুন্দেলখণ্ড থেকে এসে উত্তরাঞ্চলে তাঁর বিশাল রাজত্ব গড়ে তোলেন। মুঘল রাজ পরিবারের সঙ্গে তাঁর বেশ ভালো সম্পর্ক ছিল। সেই সুবাদেই তিনি এক বিশাল রাজত্ব গড়ে তোলেন। তবে রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু করলেও তিনি শেষ করে যেতে পারেননি।
পরে তাঁর পুত্র বীর সিংহের আমলে এই প্রাসাদটি সম্পূর্ণ হয়। বুন্দেলখণ্ডে থাকা তাদের পূর্বপুরুষদের স্থাপত্য এবং তৎকালীন মুঘল বাদশাহী সাম্রাজ্যের স্থাপত্যের মিশ্রণে এই বিরাট রাজপ্রাসাদটি গড়ে ওঠে। সেই ইতিহাসকে কেন্দ্র করেই এবার বেহালা নতুন দল ক্লাবের উদ্যোক্তারা থিমের নাম রেখেছেন ‘শিবানী ধাম'।
তবে তার বাইরেও আরও অনেক ইতিহাস রয়েছে এই প্যান্ডেলটিকে ঘিরে। সেইসব ইতিহাস জানার জন্য কিন্তু একবার আপনাদের অবশ্যই যেতেই হবে এই পুজো প্যান্ডেলে। ঢুকেই চোখে পড়বে বিরাট আকারের একটি রাজপ্রাসাদের দিকে। তার দরজাগুলি দেখে আপনি ফিরে যাবেন সেই পুরনো দিনে। আর চারিদিক জুড়ে এই প্রাসাদটি বানানো হয়েছে। মাঝে মা দুর্গা।
বলা চলে, স্থাপত্য, শিল্প এবং ভাবনার মিশ্রণে যেন অনবদ্য এক জীবন্ত রুপ ফুটে উঠেছে ইতিহাসের। অপরদিকে, দেখতে পাবেন একটি শিবের মূর্তি। তিনি যেন ধ্যানে মগ্ন। আর দুর্গা প্রতিমাও আপনার মন কাড়তে বাধ্য।
ইতিমধ্যেই হাজার হাজার দর্শনার্থী দেখে ফেলেছেন বেহালা নতুন দলের এই পুজো মণ্ডপ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।