Durga Puja 2025: হাতে হাত ধরে ঠাকুর দেখা! দুর্গাপুজোর প্রেমে বাঙালি এখনও খুঁজে পায় নস্টালজিয়া?

Published : Sep 05, 2025, 12:27 PM IST
Durga Puja 2025: হাতে হাত ধরে ঠাকুর দেখা! দুর্গাপুজোর প্রেমে বাঙালি এখনও খুঁজে পায় নস্টালজিয়া?

সংক্ষিপ্ত

Durga Puja 2025: অনেকের প্রেম তো আবার শুরু হয় দুর্গাপুজো থেকেই। এই যেমন অষ্টমীর অঞ্জলি দিতে গিয়ে হটাৎ ভালো লেগে যাওয়া। শাড়ি পরা প্রেমিকার কাজল চোখে হয়ত আটকে যান হলুদ পাঞ্জাবি পরা প্রেমিক। 

Durga Puja 2025: দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, নস্টালজিয়া এবং অবশ্যই পুজোর প্রেম (durga puja love story)। আসলে বাঙালির এই চিরন্তন শ্রেষ্ঠ উৎসবে প্রেম যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে (durga puja countdown)। 

ঠিক যেমন বন্দুকে ক্যাপ ফাটানো আছে, সেইরকমই প্রেমও আছে। দুর্গাপুজো মানেই হাজারো প্ল্যানিং। অনেকের প্রেম তো আবার শুরু হয় দুর্গাপুজো থেকেই। এই যেমন অষ্টমীর অঞ্জলি দিতে গিয়ে হটাৎ ভালো লেগে যাওয়া। শাড়ি পরা প্রেমিকার কাজল চোখে হয়ত আটকে যান হলুদ পাঞ্জাবি পরা প্রেমিক। কিংবা আড় চোখে দেখা। আসলে এইসবই বাঙালির কাছে একটা নস্টালজিয়া। 

অনেক প্রেম আবার শুরু হয় দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে। ফলে, তাদের কাছেও কিন্তু প্রথম দুর্গাপুজো ভীষণ স্পেশ্যাল। এইরকমই এক প্রেমিক শুভ বলছিলেন, "প্রেম হওয়ার পর প্রথম দুর্গাপুজো। এটা একটা আলাদাই ইমোশন।"

সেই ইমোশন জড়িয়ে আছে তাঁর কথাতেও। অন্যদিকে, বাঘাযতীনের দিশার কথায়, “পুজোতে প্রেম আলাদাই একটা ভালোলাগা। বাঙালিদের সেরা উৎসবে প্রেম তো থাকবেই।" আসলে সবটা জুড়েই যেন মায়ের আগমন এবং প্রেমে ভেসে চলা।

পুজোর সঙ্গে প্রেম যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে

চোখের ইশারাই যেন বুঝিয়ে দেয়, পজিটিভ এবং নেগেটিভ সিগন্যাল। এই সিগন্যাল মেনে গাড়ি চলে না, প্রেম এগোয় নিজের গতিটেই। অনেকক্ষেত্রে আবার দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই গড়ে ওঠে মিষ্টি প্রেম। 

তবে দুর্গাপুজোতে কীভাবে প্রেমিকার সঙ্গে ঘুরবেন? সেই সবটাই আগে থেকে পরিকল্পনা করে নেওয়া জরুরি। আজকাল আবার অনেকক্ষেত্রেই সবাই চারদিন ছুটি পাননা। কিন্তু অনেকেই পান। সে যাই হোক না কেন, স্মার্ট প্ল্যানিং জরুরি। 

সপ্তমী থেকে দশমীর জন্য চাই উপযুক্ত প্ল্যানিং। বন্ধুদের সঙ্গে অবশ্যই বেরোবেন। কিন্তু প্রেমিকাকেও প্রাধান্য দেবেন। ধরা যাক, অষ্টমীতে বেরোবেন। তাহলে শাড়ি এবং পাঞ্জাবির কম্বিনেশন রাখুন। এক্ষেত্রে দেখে নেবেন, প্রেমিকার কোন রঙটা বেশি পছন্দের। তাছাড়া পুজোর সময় রেস্টুরেন্টে অনেক লাইন থাকে। তাই চেষ্টা করুন, তাঁর যাতে কোনও অসুবিধা না হয়। 

জীবনের সেরা মানুষটিকেই পেয়ে গেলেন আপনি

সেইসঙ্গে, অ্যাডজাস্টমেন্ট এবং ভাইবস ম্যাচ হওয়াটাও জরুরি। আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই ফেরার সময় প্রেমিকাকে বাড়িতে ছেড়ে আসুন।  পুজোর প্রেম খুবই সুন্দর একটা বিষয়। হয়ত বাঙালির শ্রেষ্ঠ উৎসবে নিজের জীবনের সেরা মানুষটিকেই পেয়ে গেলেন আপনি। 

আসলে দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ এবং সেখানে প্রেম যেন একটা মুক্ত বাতাস। একটা শান্তি এবং সঙ্গে চলে ঠাকুর দেখা আর ফুচকা খাওয়া। তাই আজও দুর্গাপুজোর প্রেম মানে দারুণ নস্টালজিয়া।   

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা