
Durga Puja: মাস ঘুরলেই পুজো শুরু বাঙালির। জাঁকজমকপূর্ণ এই নগরী উৎসবে মেতে উঠবে। দেশ বিদেশ থেকে পর্যটকেরা আসবে পুজোর আনন্দ উপভোগ করতে। তবে অপরিচিত শহরে তাদের গাইড করবে কে? সহায়তায় রাজ্য পর্যটন বিভাগের উদ্যোগে বাজারে আসতে চলেছে নতুন একটি অ্যাপ, যা সাহায্য করবে পুজোর প্যান্ডেল পরিক্রমায়। পুজোর সময় পর্যটকদের সুবিধায় ও বিপদে পাশে দাঁড়াবে এই অ্যাপ।
* প্যান্ডেলের লোকেশন, এমনকি কোন প্যান্ডেলে কোন থিম হবে, দক্ষিণ থেকে উত্তর কলকাতার প্যান্ডেলের বিবরণ থাকবে এই অ্যাপে। এছাড়াও কোথায় কোন নামকরা প্যান্ডেল এবং ইভেন্ট চলবে তা বিস্তারিত থাকবে এই অ্যাপে। জিপিএস যুক্ত ম্যাপ হবে, যা সাহায্য করবে নামকরা প্যান্ডেলের খোঁজ পেতে।
* কোন প্যান্ডেলে কতটা ভিড় রয়েছে তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।বিফকে আগে কোন প্যান্ডেল দেখবেন আর কোন প্যান্ডেল অন্তত নয় সিদ্ধান্ত নিতে সুবিধে হবে আপনাদের।
* এই অ্যাপে থাকছে চিকিৎসা পরিষেবা এবং বিদেশী পর্যটকদের জন্য দূতাবাসের সুবিধাও।
* অ্যাপে পর্যটকদের জন্যও থাকবে সুযোগ সুবিধা। শহরের বিভিন্ন পর্যটন স্থানের বিবরণ থেকে শুরু করে হোটেল, রেসর্ট, হোমস্টে, গেস্ট হাউস, রেঁস্তোরা, খাবারের দোকান এবং নানা জায়গার হদিশ একসাথেই মিলবে এই অ্যাপে।
* কোনো ধরণের বিপদে পড়লে পুলিশের কাছে দ্রুত সহায়তার জন্য বার্তা পৌঁছাটে পারবেন এই অ্যাপের মাধ্যমে। জিও-ট্র্যকিং এমার্জেন্সি অপশনও রাখা হবে, ফলে আপনার অসুবিধায় আপনাকে খুঁজে বের করতে অসুবিধে হবে না অপনার প্রিয়জন বা পুলিশের। সুতরাং পুজোর রাতে একা বেরোনো নিয়ে চিন্তা না করলেও চলবে এবার।
* এছাড়াও এই অ্যাপটিতে 'প্যানিক বাটন' নামক একটি ফিচার্সও যোগ করা হচ্ছে।
* পুজোয় প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো ধরনের দুর্যোগের কবলে পড়বেন কিনা সেই খবরও দেবে এই অ্যাপ। আগে থেকেই হতে পারবেন সতর্ক।