দুর্গাপুজো ২০২৫: ভিড়ে বেরোতে চাইছেন না? বাড়িতে বসে এগুলি করতে পারেন

Published : Oct 02, 2025, 12:18 AM IST
Pandal hopping

সংক্ষিপ্ত

Durga Puja 2025: দুর্গাপুজোর সময় যদি ভিড় এড়িয়ে চলতে চান তাহলে অনায়াসেই থাকতে পারেন বাড়িতে এবং নিজের সুবিধামতো খাওয়া-দাওয়া, বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা, টিভি দেখা, গান-বাজনা করা, এইভাবে সময় কাটাতেই পারেন।

Durga Puja Holidays: দুর্গাপুজোর ছুটির সময় যদি রাস্তার ভিড় এড়াতে চান, তাহলে পুজোর দিনগুলিতে বাড়িতেই বন্ধুবান্ধব ও পরিবারকে ডেকে পার্টির আয়োজন করতে পারেন। আড্ডা দিতে পারেন, বা পুজো স্পেশাল মেনু তৈরি করে একসঙ্গে উপভোগ করতে পারেন। এছাড়া, পুরনো অ্যালবামের ছবি দেখতে পারেন, হালকা গান শুনতে পারেন, বা বন্ধুদের সঙ্গে মিলে কোনও ইনডোর গেম খেলতে পারেন। ভিড় ঠেলে প্যান্ডেল হপিং করতে না চাইলে প্রিয়জনদের সঙ্গে বাড়িতেই সময় কাটাতে পারেন।

পুজোর ছুটির সময় কীভাবে বাড়িতেই সময় কাটাবেন?

  • যাঁরা সারা বছর ট্রেনে বাসে ভিড়ে সকালবেলা অফিস চলে যান সারা বছর তো এই পাঁচটা দিন ছুটি পান না একমাত্র পুজো ছাড়া। তাঁরা যদি পুজোর ভিড়ভাট্টা এড়িয়ে বাড়িতেই থাকতে চান তাহলে আরাম করে খাওয়া দাওয়া করুন, ঢিলেঢালা জামাকাপড় পরুন আর দুপুর বেলা ভাত ঘুম দিতেই পারেন। আর সন্ধ্যে হলেই একটু চা আর মুখরোচক কিছু স্ন্যাক্স নিয়ে প্রিয়জনের সঙ্গে বসে পড়ুন টিভির সামনে। এতে ছুটি শেষে যখন পুজোর ভিড় ঠেলে সকলকে ক্লান্ত দেখাবে আপনাকে দেখাবে একদমই তরতাজা।
  • টিভি দেখতে ভালোবাসেন? তবে ঘুম থেকে ওঠার পর বেশি করে টিভি দেখুন। মন চাইলে বেশ কয়েকটি পছন্দসই সিনেমা ডাউনলোড করে রাখতে পারেন। আর ওয়েব সিরিজই যদি হয় আপনার প্রথম পছন্দ হয় তবে তো আর কথাই নেই। আপনার জন্য রয়েছে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম।
  • বাড়িকে দুর্গাপুজোর থিম অনুযায়ী সাজাতে পারেন এবং সুন্দর আলোকসজ্জা করতে পারেন।
  • পুজোর দিনগুলিতে একটি আরামদায়ক পরিবেশ তৈরির জন্য বাড়িতে আরামদায়ক ও সুন্দর বসার ব্যবস্থা করতে পারেন। পুজোর সময় বাড়িতে থাকার জন্য আরামদায়ক পোশাক পরুন এবং একসঙ্গে সুন্দর সময় কাটান।
  • পুজোর সময় বাঙালি খাওয়াদাওয়া করবে না, তা হতেই পারে না। আপনিও এই ক’দিন না হয় ডায়েট ভুলে যান। বেশি করে ভালোমন্দ খাওয়াদাওয়া করুন। বাড়িতে রান্না করতে না চাইলে জোম্যাটো তো আছেই, চিন্তা কী? অর্ডার দিয়ে বাড়িতে এনে হোক রসনাতৃপ্তি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা