রবিবার, একে একে সমস্ত উদ্যোক্তারা আসতে থাকেন মূল মঞ্চের সামনে। হরিদেবপুর অজয় সংহতি, হাতিবাগান সর্বজনীন এবং শ্রীভূমি স্পোর্টিং বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। এরপর আসে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক, ভবানীপুর ৭৫ পল্লী, দমদম তরুণ দল, কাশী বোস লেন, বেহালা ক্লাব, নাকতলা উদয়ন সংঘ, বেলেঘাটা ৩৩ পল্লী, হিন্দুস্তান ক্লাব, বালিগঞ্জ কালচারাল এবং দমদম পার্ক ভারত চক্র।