দুর্গাষ্টমীতে এই মন্ত্র জপ করলেই কাটবে চাকরি-বিবাহে বাধা, মেনে চলুন ঘরোয়া এই টোটকা

Published : Sep 30, 2025, 08:25 AM IST

Durga Puja Maha Austami: শুরু উৎসবের মরশুম। আজ মহাষ্টমী পুজো। এইদিন মর্তে দেবী দুর্গার বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়। শুধু তাই নয়, অষ্টমী পুজোর দিনে মেনে চলুন বিশেষ কিছু টিপস তাহলেই দূর হবে সংসারের যাবতীয় বাধা বিপত্তি, অশান্তি।  

PREV
15
দেবী দুর্গার বিশেষ মন্ত্র

উৎসবের দিনে সংসারে সুখ সমৃদ্ধি বয়ে আনতে মহাষ্টমীতে মেনে চলুন মা দুর্গার পুজোর বিশেষ কিছু  নিয়ম। তাহলেই দূর হবে যাবতীয় বাধা বিঘ্ন। মা দুর্গার কৃপায় সংসারে আসবে সুখ-শান্তি। 

25
মাহাত্ম্যপূর্ণ দুর্গাষ্টমী

আশ্বিন মাসের শুক্ল অষ্টমী তিথিতে দেবী দুর্গার বিশেষ পুজোপাঠ, অর্চনার আয়োজন করা হয়। মাহাত্ম্যপূর্ণ দুর্গাষ্টমী  করলে মেলে স্বয়ং মা দুর্গার আশীর্বাদ। শাস্ত্র মতে এই তিথিতে দুর্গাপুজোর পাশাপাশি কিছু টোটকা নিয়ম পালন করলে তার আশীর্বাদ পেতে পারেন। ৩০ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দুর্গাষ্টমীর দিনে কীভাবে উমার আরাধনা করলে সংসারে সুফল পাবেন জানুন বিশদে। 

35
বিবাহে আগত বাধা দূর করার উপায়

৩০ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দুর্গাষ্টমীর দিনে স্নান করে শুদ্ধ কাপড়ে মা দুর্গাকে নিবেদন করুন লাল ফুল ও সিঁদুর। এছাড়াও ১০৮ বার ওম ক্যাতায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দগোপসুতং দেবীং পতিং মে কুরুং তে নমঃ মন্ত্রটি জপ করুন। এই উপায়ে মন্ত্র  জপ করলে বিবাহে আগত সমস্ত রকম বাধা দূর হয়। এছাড়াও অষ্টমী তিথিতে কুমারী মেয়েদের খাওয়ান ও তাদের লাল ওড়না উপহার দিন। এতে বিবাহের সমস্ত বাধা দূর হয়ে যাবে। 

45
চাকরিতে আগত বাধা দূর করুন

দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করেও সুফল না মিললে দুর্গাপুজোতে এই টোটকা  মেনে  চলতে পারেন। তাহলেই চাকরিতে  আগত  বাধা দূর হবে। মহাষ্টমীর দিন দেবী দুর্গাকে  নিবেদন করুন সাদা ফুল, নারকেল। এবং এই  সময়ে ওম দেবী মহা গৌর্যে নমঃ মন্ত্র জপ করবেন। এই তিথিতে দেবী দুর্গাকে  সাদা ফুল, দুধ দিয়ে তৈরি বস্তু নিবেদন করবেন। এছাড়াও দরিদ্রকে পোশাক ও সাদা  মিষ্টি দান করলে শুভ ফল লাভ করবেন। 

55
আঁকুন বিশেষ স্বস্তিক

অষ্টমী তিথিতে  চাকরিতে বাধা দূর করতে একটি পান পাতায় জাফরান, আতর ও ঘি মিশিয়ে স্বস্তিক এঁকে  নিন। এরপর ওই পাতায়  মৌলি সুতো বেঁধে সুপারি রাখুন। তারপর মা দুর্গাকে নিবেদন করুন। এই উপায়ে দেবী দুর্গার পুজো করলে চাকরিতে সাফল্য পাবেন। এবং সকল সঙ্কট থেকে দেবী দুর্গা রক্ষা করবেন। 

Read more Photos on
click me!

Recommended Stories