ভূত চতুর্দশীতে শত্রু বিনাশ হবে এই পাঁচ রাশির, দূর হবে অকাল মৃত্যুর আশঙ্কা, দেখে নিন ভাগ্য খুলবে কাদের

ভূত চতুর্দশীতে লক্ষ্মী নারায়ণ যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হবে। এই যোগে পাঁচ রাশির শত্রু বিনাশ হবে এবং অকাল মৃত্যুর বিপদ দূর হবে। বৃষ, কর্কট, সিংহ, ধনু ও কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষ লাভবান হবেন।
Sayanita Chakraborty | Published : Oct 30, 2024 4:50 AM IST
18

ভূত চতুর্দশী, নরক চতুর্দশী কিংবা ছোট দীপাবলি পালিত হয় সারা দেশ জুড়ে। এই দিন অকাল মৃত্যু এড়াতে বিভিন্ন নিয়ম আচার পালন করেন অনেকেই।

28

এই বিশেষ দিনে বাড়িতে প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত। এবছর এই সময় তৈরি হচ্ছে বিশেষ যোগ। লক্ষ্মী নারায়ণ যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হবে।

38

এই লক্ষ্মী নারায়ণ যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগে শুভ সময় শুরু হবে পাঁচ রাশির। শত্রু বিনাশ হবে। সঙ্গে দূর হবে অকাল মৃত্যুর বিপদ।

48

বৃষ রাশি

ইতিবাচক সময় শুরু হবে বৃষ রাশির। এই সময় নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তেমনই আপনার জ্ঞান বৃদ্ধি হবে। এই সময় ব্যবসায় হবেন লাভবান। আপনার সকল শত্রু পরাজিত হবে। এই বিশেষ দিনে বাড়ির প্রবেশদ্বারে একটি চারমুখী প্রদীপ জ্বালান।

58

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকা এই সময় শক্তিতে ভরপুর থাকবেন। এই সময় জীবনে সকল সাফল্য আসবে। এই সময় আটকে থাকা টাকা ফেরত পাবেন। তেমনই সব কাজে আসবে সাফল্য। নতুন গাড়ি কিংবা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে।

68

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকার ভাগ্য উজ্জ্বল হবে এই শুভ সময়। এই সময় পেশাগত কাজে হবে উন্নতি। তেমনই ব্যবসায় হবেন লাভবান। এই শুভ সময় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

78

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ভালো দিন। জীবনে সুখ ও সম্মান বাড়বে এই সময়। তেমনই কঠোর পরিশ্রমের ফল পাবেন। এই সময় বিয়ে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন।

88

কুম্ভ রাশি

শুভ সময় শুরু হবে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে। ব্যবসায় বড় অর্ডার পেতে পারেন। তেমনই এই সময় জীবনের সকল জটিলতা দূর হবে। সকল শত্রু বিনাশ হবে। অকাল মৃত্যু আশঙ্কা দূর হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos