পুজোর আগেই মিলবে পার্লারের মতো জেল্লাদার ত্বক, রইল ঘরোয়া কাঁচা দুধের টোটকা

Published : Aug 28, 2025, 03:35 PM IST
skin Care routine in tamil

সংক্ষিপ্ত

ত্বকের খেয়াল রাখতে পারে প্রাকৃতিক উপকরণ, কাঁচা দুধ। রুক্ষ, নিস্তেজ ত্বককে করে তুলবে মসৃণ ও জেল্লাদার অল্প দিনেই। দেখে নিন কীভাবে ঘরেই ব্যবহার করতে পারবেন এই কাঁচা দুধের টোটকা।

পুজো মানেই যেমন নতুন চকচকে জামাকাপড়, গয়নাগাটি, সাজগোজ, তেমনই চাই ত্বকও চকচকে ও জেল্লাদার। ১ মাস আগে থেকেই ত্বকের যত্ন নিতে শুরু করেছেন সকলে। দামি প্রসাধনিতে ঘরেই রূপচর্চা হোক বা পার্লারে ত্বকের ট্রিটমেন্ট - যেমন ব্যয়বহুল, তেমনই সময়সাপেক্ষ প্রক্রিয়া। বরং তাতে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকতে পারে।

সেদিক থেকে ত্বকের খেয়াল রাখতে পারে প্রাকৃতিক উপকরণ, কাঁচা দুধ। রুক্ষ, নিস্তেজ ত্বককে করে তুলবে মসৃণ ও জেল্লাদার অল্প দিনেই। আসুন দেখে নি, ত্বকের জন্য কাঁচা দুধ কীভাবে সাহায্য করতে পারে!

কাঁচা দুধ অনেক আগে থেকেই ত্বকচর্চায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। বাসি রুটি আর কাঁচা দুধ ভীষণ কার্যকরীত্বক এক্সফোলিয়েট করতে। ক্লিনজার হিসাবে, শুষ্ক ত্বক কিংবা ব্রণর সঙ্গে লড়াই করার জন্যেও কাঁচা দুধ অনবদ্য। এছাড়াও কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড এবং হাইড্রা বিটা অ্যাসিড আছে, যা ত্বক জেল্লাদার করে তোলে। অকাল বার্ধক্যে ঠেকাতেও সাহায্য করে কাঁচা দুধ।

কীভাবে ব্যবহার করা যাবে কাঁচা দুধ?

* জেল্লাদার ত্বক পেতে

পুজোর আগে জেল্লাদার ত্বক পেতে ব্যবহার করুন কাঁচা দুধ। এর জন্য কাঁচা দুধের সাথে হলুদ বেটে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটি মুখে মেখে নিয়ে মিনিট অপেক্ষা করুন। পরে ভালো করে গরম জলে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক কোমল ও জেল্লাদার হবে। দাগ ছোপ দূর হয়ে বাড়তি গ্লো আসবে মুখে। এছাড়াও হলুদ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, ত্বকের সংক্রমণ কমাবে।

* শুষ্ক ত্বকের খেয়াল রাখতে

শুষ্ক ত্বকের সমস্যা প্রতিরোধে কাঁচা দুধের সাথে মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটিও মুখে মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। শুকিয়ে এলে মুখ ডলে জল দিয়ে ধুয়ে নিন। ত্বক আর্দ্র, মসৃণ ও জেল্লাদার করে তুলতে ভালো কাজ করে এটি।

* তৈলক্ত ত্বকের পরিচর্যায়

আপনার তৈলাক্ত ত্বক হলে কাঁচা দুধের সাথে মেশান বেসন। বেসন ত্বক থেকে অতিরিক্ত তেল টেনে বের করে আনবে এবং দুধ মসৃণ ও জেলা করে তুলবে আপনার ত্বক। এতে ট্যান ও দাগছোপও দূর হবে নিমেষে। দুধের সাথে বেসন মিশিয়ে ঘন প্যাক তৈরি করে মুখে লাগিয়ে রাখতে হবে ১০ মিনিট। হালকা শুকিয়ে আসতে শুরু করলে ভালো করে মুখ ধুয়ে নিন জল দিয়ে। পরিষ্কার চকচক করবে ত্বক।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা