‘অন্ধকার দূর হয়ে আলোকিত হোক সবার জীবন’- কালীপুজোর শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তা

রাত পোহালেই কালী পুজো। শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি এখন তুঙ্গে। এই শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা। দেখে নিন কেমন শুভেচ্ছা বার্তা পাঠাবেন আপনার পরিবার ও বন্ধুদের। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।

Sayanita Chakraborty | Published : Nov 11, 2023 3:46 PM
110

প্রতিটি দিন হয়ে উঠুক আরও উজ্জ্বল ও আলোকিত। শুভ কালীপুজো।

210

উজ্জ্বল হোক প্রতিদিন, আলোকিত হোক জীবন। রইল কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা।

310

সকল আঁধার ভেদ করে আলোকময় হোক পৃথিবী। রইল শুভ কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা।

410

দীপাবলির আলোয় দূর হোক সমস্ত অন্ধকার। জীবন হোক সুন্দর ও শান্তিময়। রইল শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।

510

তুমি ছাড়া মা জগৎ আঁধার, মা তুমি না হলে বৃথা সংসার। শুভ কালীপুজো।

610

প্রদীপের আলোয় মুছে যাক সকল কালিমা। বয়ে আসুন সুখ ও শান্তি। শুভ কালীপুজো।

710

কালীপুজো আপনার ও আপনার প্রিয়জনদের জন্য আনন্দ নিয়ে আসুক। রইল কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা।

810

মায়ের আগমনে দূর হোক জীবনের সকল কষ্ট। খুশির হাওয়া বয়ে যাক আপনার পরিবারে। শুভ কালীপুজো।

910

শুভ শ্যামা পুজো। মা কালীর শুভক্ষণে আপনার ও আপনার পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা।

1010

অশুভ শক্তির বিনাশ হোক মা কালীর কৃপায়। শুভ কালীপুজো।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos