‘অন্ধকার দূর হয়ে আলোকিত হোক সবার জীবন’- কালীপুজোর শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তা

Published : Nov 11, 2023, 05:30 PM IST

রাত পোহালেই কালী পুজো। শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি এখন তুঙ্গে। এই শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা। দেখে নিন কেমন শুভেচ্ছা বার্তা পাঠাবেন আপনার পরিবার ও বন্ধুদের। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।

PREV
110

প্রতিটি দিন হয়ে উঠুক আরও উজ্জ্বল ও আলোকিত। শুভ কালীপুজো।

210

উজ্জ্বল হোক প্রতিদিন, আলোকিত হোক জীবন। রইল কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা।

310

সকল আঁধার ভেদ করে আলোকময় হোক পৃথিবী। রইল শুভ কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা।

410

দীপাবলির আলোয় দূর হোক সমস্ত অন্ধকার। জীবন হোক সুন্দর ও শান্তিময়। রইল শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।

510

তুমি ছাড়া মা জগৎ আঁধার, মা তুমি না হলে বৃথা সংসার। শুভ কালীপুজো।

610

প্রদীপের আলোয় মুছে যাক সকল কালিমা। বয়ে আসুন সুখ ও শান্তি। শুভ কালীপুজো।

710

কালীপুজো আপনার ও আপনার প্রিয়জনদের জন্য আনন্দ নিয়ে আসুক। রইল কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা।

810

মায়ের আগমনে দূর হোক জীবনের সকল কষ্ট। খুশির হাওয়া বয়ে যাক আপনার পরিবারে। শুভ কালীপুজো।

910

শুভ শ্যামা পুজো। মা কালীর শুভক্ষণে আপনার ও আপনার পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা।

1010

অশুভ শক্তির বিনাশ হোক মা কালীর কৃপায়। শুভ কালীপুজো।

click me!

Recommended Stories