Vastu Tips: মোবাইলে এই ছবিগুলি লাগাতে পারেন, এগুলি লাগালে পরিবারের সদস্যদের মধ্যে আশান্তি হবে

হিন্দুশাস্ত্র বাস্তু নিয়ম অত্যান্ত গুরুত্বপূর্ণ। পরিবারের শান্তি আর সমৃদ্ধির জন্য বাস্তু নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ। মোবাইল অত্যাধুনিক গেজেট হলেও এটির জন্যও কিছু বাস্তু নিয়ম রয়েছে। যেগুলি মেনে চললে পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। 

 

Saborni Mitra | Published : Jan 6, 2024 1:37 PM IST

110
মোবাইলে ছবি

মোবাইলফোনের ওয়ালপেপারে অনেক সময়ই আমরা নানা ধরনের ছবি লাগাই। অনেক সময় পরিবরের সদস্যদের ছবি লাগাই। অনেক সময় ছবি ডাউনলোড করে লাগাই। কিন্তু এই ডাউনলোডের ছবিতেই রয়েছে বিপদ।

210
মোবাইলের বাস্তু নিয়ম

বাস্তু মতে মোবাইলফোনে হিংস্রজন্তু , ভূতপেত্নী বা তাজমহলের ছবি না লাগানোই শ্রেয় বলে মনে করা হয়। পাল্টা মোবাইলে গাছপালা, নদী, সমুদ্র বা ঠাকুরের ছবি লাগান ভাল বলে মনে করা হয়। কারণ এগুলি মনে প্রশান্তি দেয়।

310
হিংস্র পশু

বাস্তু অনুযায়ী হিংস্র পশুর ছবি লাগানে মনে হিংসা দ্বেশের জন্ম নেয়। যা পরিবারের মধ্যে আশান্তি তৈরি করে।

410
ভূতপ্রেত

বাস্তু অনুযায়ী ভূতপ্রেত অত্যান্ত অশুভ। যা ফোন ব্যবহারকারীদের মধ্যে নেগেটেভি এনার্জি তৈরি করে।

510
যুদ্ধ

মোবাইলে কখনই যুদ্ধের ছবি লাগাবেন না। এতে গোটা পরিবারের ওপর অশান্তির কালো ছায়া পড়বে। পরিবারের সদস্যদের মধ্যে কহল বাড়বে।

610
তাজমহল

মোবাইলফোনে কখনই তাজমহলের ছবি লাগাবেন না। এটি আসল সৌধক্ষেত্র। তাই নেগেটিভ এনার্জি পড়তে পারে মনের ওপর।

710
গাছপালা

মোবাইলে গাছপালার ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটে পজেটিভ এনার্জি বৃদ্ধি পায়। মন শান্ত হয়।

810
সমুদ্র ও নদী

মোবাইলে সমুদ্র ও নদীর ছবি লাগালে পজেটিভ শক্তি পাওয়া যায়। কারণ এই দুটি হিন্দু শাস্ত্রে পূণ্য বলে মবে করা হয়। বাস্তু নিয়ম অনুযায়ী এই দুটি মুক্তিলাভের পথ।

910
আকাশ

মোবাইলে আকাশের ছবি লাগাতে পারেন। তাতে মন শান্ত হয়। বাস্তু নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়।

1010
পরিবারের সদস্য

পরিবারের সদস্যদের ছবি রাখতে পারেন মোবাইলে। তাতে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্টতা ও অন্তরঙ্গতা বাড়ে। মন ভাল হয়ে যায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos