ত্রিপথে হাঁটা উচিত নয়, রাস্তায় পড়ে থাকা লেবু, কুমকুম, হলুদ মাড়ানো উচিত নয়, এমন কথা আমরা বড়দের কাছ থেকে শুনে থাকি। কিন্তু কেন এমনটা বলা হয় জানেন?
বয়স্করা এখনও কিছু বিষয় বিশ্বাস করেন। রাস্তায় পড়ে থাকা হলুদ, কুমকুম, লেবু মাড়াবেন না।
মৃত প্রাণীর উপর দিয়ে হাঁটবেন না। জ্যোতিষ মতে এটি পাপ।
চুলের উপর দিয়ে হাঁটবেন না। জ্যোতিষ মতে এতে নেতিবাচক শক্তি থাকে।
খাবার মাড়াবেন না। এটি ঈশ্বর অবমাননার সমান।
কাঁচ, কুমকুম, হলুদ, লেবু, মরিচ, লবঙ্গ মাড়াবেন না।