Kali Puja 2024: আজ রাতে ঠিক এভাবেই প্রদীপ দিন, অশুভ শক্তি দূর হয়ে হুহু করে আসবে টাকা

কালীপুজো বা দীপাবলির মূল কথাই অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির আগমণ। আর সেই কারণে প্রদীপ জ্বালিয়ে আমরা অশুভ শক্তির বিনাশ করি। আর শুভ শক্তিকে স্বাগত জানাই।

 

Saborni Mitra | Published : Oct 31, 2024 9:30 AM IST
111
কালীপুজোর রাতে প্রদীপ জ্বালানোর কারণ

কালীপুজের রাতে প্রত্যেক বাড়িতেই প্রদীপ জ্বালান হয়। বাড়ি থেকে অশুভ শক্তি দূর করে শুভ শক্তিকে স্বাগত জানাতেই এই প্রথা।

211
প্রদীপ জ্বালানোর নিয়ম

হিন্দু শাস্ত্র মতে প্রদীপ জ্বালানোর কতগুলি নিয়ম রয়েছে। সেগুলি যদি সঠিকভাবে পালন করা হয় তবেই বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি দূর হয়।

311
প্রদীপ রাখার নিয়ম

আজ রাতে যদি মুখওয়ালা প্রদীপ জ্বালান তাহলে প্রদীপ এমনভাবে রাখবেন যাতে প্রদীপের মুখ থাকে দক্ষিণ বা পূর্ব দিকে।

411
প্রদীপ কোথায় রাখবেন

যদি মাটির বা পিতলের প্রদীপ জ্বালান তাহলে ভুলেও প্রদীপ মাটিতে রাখবেন না। প্রদীপ একটি কোনোও ধাতব পাত্র , তামা, পিতল বা স্টিলেরে প্লেটের ওপর রাখুন।

511
ঠাকুর ঘরে প্রদীপ

বর্তমানে প্রত্যেক বাড়িতে দীপাবলির দিন মোমবাতি লাগানোর চল রয়েছে। কিন্তু ভুলেও এই দিন ঠাকুর ঘরে বা ঠাকুরের সামনে শুধুমাত্র মোমের প্রদীপ জ্বালবেন না। সঙ্গে একটি মাটির বা ধাতুর প্রদীপ জ্বালুন।

611
কী দিয়ে প্রদীপ জ্বালবেন

জ্যোতিষমতে ভূত চতুর্দশীর দিন সর্ষের তেলের প্রদীপ জ্বালা শুভ বলে মনে করা হয়। কিন্তু দীপাবলির দিন ঘিয়ের প্রদীপ জ্বালুন। এতে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। আর্থিক সমস্যা মিটে যায়।

711
রাতভর প্রদীপ জ্বালুন

দীপাবলি বা কালীপুজোর রাতে রাতভর প্রদীপ জ্বলবে এমন ব্যবস্থা করুন। কালীপুজোর রাত হল সবথেকে বড় অমাবস্যা বা ঘোর অমাবস্যা। তাই এদিন অশুভ শক্তি বিনাসের দিন বলে বিবেচিত হয়। তাই একটি প্রদীপ যাতে রাতভর জ্বলে তার ব্যবস্থা করুন।

811
প্রদীপে দিন

আপনার যদি আর্থিক সমস্য তাহলে তাহলে ঘিয়ের প্রদীপে দিন ৪টি লবঙ্গ। আর এক চিমটি হলুদ। প্রাচীন বিশ্বাস-মনে করা হয় এটে আর্থিক সমস্যা দূর হতে পারে পরিবারের।

911
তুলসী তলায় প্রদীপ

আপনার বাড়িতে যদি তুলসী বা বট গাছ থাকে তাহলে অবশ্যই সেখানে একটি প্রদীপ জ্বালান। চাইলে মোমবাতিও দিতে পারেন। এতে পরিবারের সদস্যদের ওপর কারও কুদৃষ্টি থাকলে তা দূর হয়ে যায় বলে বিশ্বাস করা হয়।

1011
বাড়ির মূলগেটে প্রদীপ

এইদিন বাড়ির মূল গেটে অবশ্যই প্রদীপ জ্বালুন। আগেই পরিষ্কার করুন । বাড়ির মূল গেট সুন্দর করে সাজিয়ে রাখুন। দুই ধারে দুটি প্রদীপজ্বেলে দিন। বিশ্বাস করা হয় এতে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।

1111
সুগন্ধী মোমবাতি

বর্তমানে বাজারে নানা ধরনের সুগন্ধী মোমবাতি পাওয়া যায়। বিশ্বাস করা হয় সেগুলি বাড়ির প্রতিটি ঘরের বাতাসকে শুদ্ধ করে পজেটিভ এনার্জির সাহয়ক করে তুলে। মনভাল করে দেয়। আজ রাতে এগুলিও জ্বালতে পরেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos