শাড়ির সঙ্গে থাকে সোনার সাত নলি হার, সীতাহার পরানো হয় মাকে। কানে কানপাশা, নাকে নতুন নথ। এছাড়াও টায়রা, টিকলি, কোমরবন্ধ, পায়ের নতুন নুপুর থাকে। নানা রত্নে সাজানো মুকুট পরানো হয়। মায়ের নাকে তিলক কারণ এখানে মা ভৈরবী পুজোর আগেই মাকে প্রস্তুত করা হয়। এটিই দেবীর রাজবেশ।