প্রদীপ ঠাকুরের সামনে রাখার সময় একটি থালায় করে রাখবেন। সেটিতে অবশ্যই একটি সোনা বা রুপোর টাকা রাখবেন। তা যদি না হয় তাহলে গয়না রাখুব। এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। ঠাকুর ঘরে যে প্রদীপ রাখবেন তার কাছে অবশ্যই একটি জবা ফুল রাখবেন। বাড়িতেও প্রদীপের সঙ্গে ফুল দিতে পারেন। তাহলেও অশুভ শক্তি দূর হয়।