সামনেই কৌশিকী অমাবস্যা, এদিনে চিনির দানা দিয়ে দূর হবে সব সমস্যা, জেনে নিন কী করবেন

এই তিথিতেই মা কালী রূপে আবির্ভাব হয়। পূর্বজন্মের সতীর যজ্ঞস্থলে আহুতির ফলে তিনি কালো বর্ণে আবির্ভাব হন।

 

deblina dey | Published : Aug 3, 2024 8:58 AM IST

117

এই বিশেষ তিথির সঙ্গে তারাপীঠের এক গভীর যোগ রয়েছে। কারণ, এদিন তন্ত্র সাধনা, যোগ্য বা মনের কোনও ইচ্ছা পূরণ করার মক্ষম তিথি।

217

আর তাই তারাপীঠে মা কালীর আরাধনা শুরু হয় সকাল থেকেই। কথিত আছে, এদিন মন থেকে নিয়ম মেনে পুজো করলে, মনের সকল বাসনা পূর্ণ হয়।

317

আর এর ফলেই এই বিশেষ তিথিতে তারাপীঠে উপচে পড়ে লক্ষ লক্ষ ভক্তদের ভিড়।

417

কৌশিকী অমাবস্যা ২০২৪, বিশেষ এই তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়।

517

এই অমাবস্যা তিথি শুরু হলেই রাজবেশ সহকারে রাতে মায়ের পুজো করা হয়।

617

কারণ এই তিথিতেই মা কালী রূপে আবির্ভাব হয়। পূর্বজন্মের সতীর যজ্ঞস্থলে আহুতির ফলে তিনি কালো বর্ণে আবির্ভাব হন।

717

মনে করা হয়, সঠিক রীতি নীতি মেনে ভাদ্রমাসের এই তিথিতে পুজো করলে মেলে সুফল।

817

এই বিশেষ দিনেই ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন শুম্ভ-নিশুম্ভ। তাঁদের সাধনায় মুগ্ধ হয়ে বরও দিয়েছিলেন ব্রহ্মা। যে কাহিনি মহালয়ার প্রাতঃকালে সকলেই শুনে থাকেন।

917

এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ১৫ ভাদ্র, ১ সেপ্টেম্বর রবিবার। ভাগ্য ফেরাতে কৌশিকী অমাবস্যায় কোন নিয়মগুলি পালন করবেন জেনে নিন-

1017

ভাগ্য ফেরাতে কৌশিকী অমাবস্যায় করুন গঙ্গা স্নান। গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হলে এই উপায়ে স্নান করুন, তাহলেই পূরণ হবে গঙ্গা স্নান।

1117

স্নানে জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিন সেই সঙ্গে খানিকটা কালো তিল মিশিয়ে স্নান করে ফেলুন।

1217

তিলের তেলের প্রদীপ জ্বালানো এই দিনে খুবই উপকারী বলে মনে করা হয়। 

1317

কৌশিকী অমাবস্যায় সন্ধ্যায় প্রধাণ দরজায় তিলের তেলে প্রদীপ জ্বালালে ভাগ্যের অন্ধকার দূর হয়।

1417

শুকনো নারকেল নিন যাতে এক ফোঁটাও জল না থাকে। এই নারকেলের মাথাটি ফুঁটো করে নিন। 

1517

এতে চিনি ভরে দিন। এবার এই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে পুঁতে দিন। 

1617

আর মনে রাখবেন এই কাজটি করতে যেন কেউ আপনাকে না দেখে। প্রয়োজনে গভীর রাতেও করতে পারেন এই কাজ

1717

এই কয়েকটি কাজ কৌশিকী অমাবস্যায় সফলভাবে করতে পারলেই দেখবেন, কীভাবে আপনার ভাগ্য খুলতে শুরু করবে। তবে প্রতিটি কাজ করার সময় মনে মনে মাকে স্মরণ করতে ভুলবেন না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos