হাতে আর এক বছরও নেই! খুব তাড়াতাড়ি শুরু ২০২৫-এর দুর্গাপুজো, তারিখ জানলে চমকে যাবেন

হাতে আর এক বছরও নেই! খুব তাড়াতাড়ি শুরু ২০২৫-এর দুর্গাপুজো, তারিখ জানলে চমকে যাবেন

Anulekha Kar | Published : Oct 12, 2024 5:04 AM IST
17

দেখতে দেখতে পুজো পেরিয়েই গেল। এক বছরের অপেক্ষার শেষ। কেটে গেল আরও একটা পুজো।

27

এই বছর অষ্টমী ও নবমী একই দিনে পড়ায়। অন্য বছরের তুলনায় এই বছর পুজো তাড়াতাড়ি শেষ। তাই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মন খরাপ।

37

তার পাশাপাশি পরের বছরের পুজোর জন্য অপেক্ষার দিনও শুরু হয়ে গিয়েছে। আরও একটা পুজোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাঙালিরা।

47

কিন্তু কবে পড়েছে আগামী বছরের পুজো? জেনে রাখুন প্রায় এক বছর আগে থেকে।

57

২০২৫ সালে মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর, রবিবার। সামনের বছর আরও কিছুটা গিয়েছে পুজো। মহাপঞ্চমী পড়েছে ২৭ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর পড়েছে মহাষষ্ঠী।

67

সোমবার ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী ও মহাষ্টমী, মহানবমী পড়েছে ৩০ সেপ্টেম্বর ও ১ লা অক্টোবর।

77

২ অক্টোবর পড়েছে বিজয়া দশমী বৃহস্পতিবার। অর্থাৎ হাতে আর মোটে দশটি মাস তারপরেই ফের আসছে বাঙালিদের এই শ্রেষ্ঠ উৎসব।

Share this Photo Gallery
click me!

Latest Videos