কেন দশমীকে বিজয়া বলা হয়? দুর্গা পুজোর শেষ দিনকে 'শুভ বিজয়া' বলার পিছনে রয়েছে চমৎকার রহস্য
কেন দশমীকে বিজয়া বলা হয়? দুর্গা পুজোর শেষ দিনকে 'শুভ বিজয়া' বলার পিছনে রয়েছে চমৎকার রহস্য
Anulekha Kar | Published : Oct 12, 2024 4:22 AM IST
পঞ্চাঙ্গ বা পঞ্জিকা অনুসারে, আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিকে বিজয়া দশমী বলে। এই দিন মায়ের বিদায়ের দিন। কিন্তু কেন এই দিন কে শুভ বিজয়া বলা হয় জানেন?
এর সঙ্গে দুটি পৌরাণিক কাহিনী জড়িত। পুজোর দশম দিনে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন অশুভ শক্তির বিনাশ হয়েছিল, তাই এই দিন বিজয়া। শুধু তাই নয়, এই দিনের পিছনে রয়েছে আরও চাঞ্চল্যকর ইতিহাস।
এ ছাড়াও এই দিনের পিছনে রয়েছে আরও এক রহস্য। অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম ১৪ বছর মা সীতাকে সঙ্গে নিয়ে বনবাসে গিয়েছিলেন।
সেখানে সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কার রাজা রাবণ। এরপর সীতাকে বাঁচাতে বানর সেনা তৈরি করেন ভগবান রাম।
সমুদ্রে রাম সেতু তৈরি করে লঙ্কা পৌঁছানোর পরে রাবণ বধ করে সীতাকে উদ্ধার করেন রাম ও তাঁর ভাই লক্ষণ। এই দিনও জয়ের দিন।
ইতিহাস অনুযায়ী, জানা গিয়েছে রাবণ হত্যার আগে ৯ দিন মহাশক্তির পুজো করেছিলেন রাম ও দশম দিনে রাবণ বধ করেছিলন। তাই রাবণ বধের দিনকে দশেরা বা বিজয়া দশমী বলা হয়।
এ ছাড়া দশমীর দিন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। তাই আশ্বিন মাসের শারদীয়া নবরাত্রির ৯ দিন পর দশম দিনে বিজয়া পালনের কথা রয়েছে। এই দিনই পালন করা হয় দশেরা। অন্যায় দমন করে ন্যায়ের জয় ও অশুভের বিনাশ করে শুভের জয়ের দিন বলে এই দিনকে শুভ বিজয়া দশমী বলা হয়।