Vastu Tips: বাস্তু অনুযায়ী এমন লক্ষ্মীর মূর্তি বা পট ঘরে রাখুন, তবেই দেবীর আশীর্বাদ পাবেন

হিন্দু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মীদেবীতে ধন বা বৈভবের দেবী বলা হয়। আর সেই কারণে দেবীর আশীর্বাদ পেতে অনেকেই বাড়িতে লক্ষ্মীর প্রতিমা বা ছবি রাখে। কারণ হিন্দু শাস্ত্রে একে শুভ বলে মনে করা হয়।

 

Web Desk - ANB | Published : Apr 27, 2023 2:27 PM IST

বাস্তু নিয়ম অনুযায়ী বাড়িতে রাখা প্রতিটি জিনিসের একটি শক্তি রয়েছে। কখনও সেটি নেতিবাচক হয় কখনও আবার ইতিবাচক শক্তি রয়েছে তারমধ্যে। বাড়িতে রাখা আসবাব থেকে শুরু করে একটি প্রতিমার ছবি বা প্রতিমার মূর্তি রাখারও নিময় রয়েছে। যদি সঠিক নিয়মে রাখা না হয় তাহলেই পরিবার বা বাড়ির সদস্যদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আজ শুরু আলোচনা করবে বাড়িতে রাখা লক্ষ্মী প্রতিবা লক্ষ্মীর পটচিত্র নিয়ে।

হিন্দু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মীদেবীতে ধন বা বৈভবের দেবী বলা হয়। আর সেই কারণে দেবীর আশীর্বাদ পেতে অনেকেই বাড়িতে লক্ষ্মীর প্রতিমা বা ছবি রাখে। কারণ হিন্দু শাস্ত্রে একে শুভ বলে মনে করা হয়।

এমন লক্ষ্মীর প্রতিমা বা পট ঘরে রাখুনঃ

লক্ষ্মীর পট রাখাতে হবে এমন ছবি নির্বাচন করতে হবে যেখানে ঐরাবতের ছবি রয়েছে। মনে করা হয় লক্ষ্মীর সঙ্গে ঐকারতের ছবি অত্যান্ত শুভ।

কলস ছাড়া লক্ষ্মী প্রতিমা কখনই রাখবেন না। যদি কলস ছাড়া লক্ষ্মীর প্রতিমার ছবি রাখেন তাহলে অবশ্যই লক্ষ্মী - নারায়ণের ছবি রাখতে পারেন।

হাতিতে সওয়ার হওয়া লক্ষ্মীর ছবি শুভ বলে মনে করা হয়। একে গজলক্ষ্মী বলা হয়। এই লক্ষ্মীর পট অত্যান্ত শুভ।

তবে জয় লক্ষ্মীর মূর্তি বা ছবি সর্বদা বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়।

হিন্দুদের বিশ্বাস এইভাবে গতলক্ষ্মীর ছবি রাখলে তবেই আশীর্বাদ পাওয়া যায়।

লক্ষ্মীর মূর্তি যদি ঘরে রাখতে চান তাহলে ভুলেও কাঁচের বা ক্রিস্টালের মূর্তি কিনবেন না।

মাটি পিতল বা কাঁসার মূর্তি কিনবেন। লাল পাথরের লক্ষ্মীর মূর্তি খুব শুভ বলে মনে করা হয়।

লক্ষ্মীর মূর্তিতে সাদা লাল পাড় শাড়ি , বা লাল রঙের শাড়ি যদি পরান তাহলে তা শুভ বলে মনে করা হয়। এটি পরিবারের সদস্যদের উন্নতির পথ প্রসস্থ করে।

ভুলেও প্ল্যাস্টিক বা প্লাস্টার অব প্যারিসের লক্ষ্মীর মূর্তি ঘরে রাখবেন না।

ভাঙা লক্ষ্মীর মূর্তিও শুভ নয় বলে মনে করা হয়।

লক্ষ্মীর পটে যদি চিড় ঘরে বা কাচ ভেঙে যায় তাহলে দ্রুত সেটি পরিবর্তন করুন বা সরিয়ে নিন।

লক্ষ্মীর হাসি মুখে ছবি পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ দেয় বলেও মনে করা হয়।

দাঁড়ানো লক্ষ্মীর প্রতিমা বা ছবি কিন্তু পরিবারের জন্য কখনই শুভ নয়, এটি লক্ষ্মীর চঞ্চলা রূপের প্রতীক।

পেঁচার পিঠে সওয়ার লক্ষ্মীর মূর্তি গৃহস্থের কল্যাণ করে বলেও মনে করা হয়।

 

Share this article
click me!