Maha shivratr: চলতি বছর কবে পড়ছে মহা শিবরাত্রি? রইল বছরভর শিবরাত্রিরের ক্যালেন্ডার

Published : Feb 02, 2024, 07:44 PM IST
sawan shivratri 2023

সংক্ষিপ্ত

হিন্দু ধর্মে এটি একটি গুরুত্বপূর্ণ তিথি। অনেকেই বলেন, এই দিন শিবঠাকুরের আশীর্বাদে নতুন জীবন লাভ করেছিলেন চন্দ্র। 

মহা শিবরাত্রি , অন্যান্য বছরের মত এবারও এই দেশে মহাধুমধামের সঙ্গেই পালন করা হবে। হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসবগুলির মধ্যে একটি। মহাশিবরাত্রি হিন্দুধর্মে গভীর তাৎপর্য বহন করে। হিন্দু ধর্মে এটি একটি গুরুত্বপূর্ণ তিথি। অনেকেই বলেন, এই দিন শিবঠাকুরের আশীর্বাদে নতুন জীবন লাভ করেছিলেন চন্দ্র। অনেকে আবার বলে এই বিশেষ দিন শিব ঠাকুরের পুজো করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।

ফাল্গুন মাসে অমাবস্যা তিথিতেই শিবরাত্রির পুজো হয়। এই দিন মহিলা পুরুষ নির্বিশেষেই শিবের পুজো করেন। পুজোর জন্য বিশেষ কোনও উপকরণ লাগে না। সাধারণত বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা ফুল, দুধ, গঙ্গাজল দিয়েই শিব পুজো ররা যায়। এই দিন তীর্থযাত্রীরাও এই বিশেষ দিনে শিব মন্দিরগুলিতে ভিড় জমায়। চলতি বছর শিবরাত্রি অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। তবে মহাশিবরাত্রির পালন করা হবে আগামী ৮ মার্চ। এটি মহা শিবরাত্রির ছাড়াও প্রত্যেক মাসেই একটি বিশেষ দিনে শিবের পুজো হয়। এই দিনই অধিকাংশ মানুষ শিব পুজো করেন।

প্রথা অনুযায়ী নিজে হাতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে তাতে দুধ, গঙ্গাজল, দিয়ে পুজো করার প্রথা রয়েছে। বেলপাতা আর ধুতরা ফুল, আকন্দ ফুল দিয়ে শিবের পুজোর বিধান রয়েছে। তবে হিন্দুশাস্ত্র মতে শিবের পুজো মন দিয়ে করলেও হয়। কোনও উপকরণের প্রয়োজন হয় না।

এক নজরে দেখেনিন ২০২৪ সালের শিবরাত্রির ক্যালেন্ডার-

৯ জানুয়ারি মঙ্গলবার পড়েছিল মৌষ মাসিক শিবরাত্রি

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাঘ মাসিক শিবরাত্রি

৮ মার্চ শুক্রবার মহা শিবরাত্রির। ফাল্গুন শিবরাত্রি

৭ এপ্রিল রবিবার চৈত্র মাসিক শিবরাত্রি

৬ মে সোমবার বৈশাখ মাসিক শিবরাত্রি

৪ জুন মঙ্গলবার জৈষ্ঠ্য মাসিক শিবরাত্রি

৪ জুলাই বৃহস্পতিবার আষাঢ়় মাসিক শইবরাত্রি

২ অগাস্ট শুক্রবার শ্রাবণ মাসিক শিবরাত্রি

১ সেপ্টেম্বর রবিবার ভাদ্র মাসিক শিবরাত্রি

৩০ সেপ্টেম্বর সোমবার আশ্বিন মাসিক শিবরাত্রি

৩০ অক্টোবর বুধবার কার্তিক মাসিক শিবরাত্রি

২৯ নভেম্বর শুক্রবার মাগশীর্ষ মাসিক শিবরাত্রি

 

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা