মানিপ্ল্যান্ট গাছ দেবী লক্ষ্মীর প্রিয়। এই গাছ অর্থের সমৃদ্ধি ঘটায়। কিন্তু তবে গাছ লাগান আর গাছ পরিচর্যার নিয়মগুলি জেনেনিন।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় মানিপ্ল্যান্ট গাছ শুভ। এটি যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থের অভাব হয় না। মানিপ্ল্যান্ট গাছের ইতিবাচক প্রভাবও রয়েছে। কিন্তু আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছ নিয়ম মেনে না লাগালে ফল হিতেবিপরীত হতে পারে। মানি প্ল্যান্ট গাছ ঠিকভাবে লাগালে তবেই ফল পাওয়া যায়। একই সঙ্গে আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য রইল কতগুলি প্রতিকারঃ
মানিপ্ল্যাট লাগানোর উপায়ঃ
মানিপ্ল্যান্ট গাছ থেকে যদি শুভ ফল পেতে চান তাহলে জ্যোতিষ নিয়ম মেনেই এই গাঠ লাগান। বাড়ির দক্ষিণ দিকে আর পরিচ্ছন্ন কোনও স্থানেই মানিপ্ল্যান্ট গাছ লাগালে শুভ ফল পাবেন। ভুলেও বাড়ির উত্তর দিকে মানিপ্ল্যান্ট গাছ লাগাবেন না।
মানিপ্ল্যান্ট গাছ যদি শুকিয়ে যায় তাহলেই বিপদ। সঙ্গে সঙ্গে তা উপড়ে ফেলে দিয়ে নতুন গাছ লাগান।
সর্বদাই চেষ্টা করুন সবুজ আর তাজা পাতাওয়ালা মানিপ্ল্যান্ট গাছ লাগাতে।
মানিপ্ল্যান্ট গাছের পাতা শুকনো হলে উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়।
মানিপ্ল্যান্ট গাছকে সর্বদাই উপরের দিকে বাড়াতে হয়। এটি কখনই মাটির দিকে নামতে দেওয়া ঠিক নয়।
মানিপ্ল্যান্ট গাছ কাচের বোতল বা মাটির টবে লাগাতে পারেন। ধাতুর পাত্রে কখনই রাখবেন না। ভুলেই মানিপ্ল্যান্ট প্ল্যাস্টিকের টবে রাখবেন না।
হিন্দুশাস্ত্রে বিশ্বাস করা হয় মানিপ্ল্যান্ট গাছ যে বাড়িতে যত বড় হয় সেই বাড়ি তত বেশি আর্থিকভাবে সমৃদ্ধ হয়।
শুক্রবার মানিপ্ল্যান্ট গাছের প্রতিকারঃ
মানিপ্ল্যান্ট গাছে কাঁচা দুধ আর জল মিশিয়ে শুক্রবার নিবেদন করুন।
শুক্রবার মানিপ্ল্যান্ট গাছে একটি লাল রঙের সুতো বেঁধে দিতে পারেন। এতে বাড়িতে পজেটিভ এনার্জি আসে।
অর্থের দ্রুত প্রবাহ বাড়ে। এই দুটি প্রতিকার কিন্তু শুধুমাত্র শুক্রবারের জন্য। ভুলেও অন্যদিন করবেন না। তবে এই প্রতিকারগুলি করার আগে অবশ্যই স্নান করে নেবেন।
অন্যান্য দিনেঃ
সকালে মানিপ্ল্যান্ট গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন। মা লক্ষ্মীর নাম জপকরবেন। তাতে তুষ্ঠ হবে দেবী। মানিপ্ল্যান্ট গাছে প্রত্যেকদিনই জল দেবেন। যদি বোতলে রাখেন তাহলে অবশ্যই প্রতিদিন জল পরিবর্তন করুন। ঘরে যদি এই গাছ রাখেন তাহলে দিনের একটি নির্দিষ্ট সময় রোদে দেবেন। মানিপ্ল্যান্ট গাছের ক্ষতি বা কষ্ট হলে আর্থিক সমৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়।