ভাইফোঁটার দিন ভুলেও করবেন না এই কয়টি কাজ, অজান্তে অমঙ্গল হতে পারে ভাইয়ের

ভাইফোঁটা, ভাই-বোনের সম্পর্কের বিশেষ দিন, উপবাস করে ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেওয়া হয়। কিন্তু কিছু কাজ ভুলেও করবেন না, যা অজান্তেই ভাইয়ের ক্ষতি করতে পারে।

রাত পোহালেই ভাইফোঁটা। ভাই-বোনের সম্পর্কের সব থেকে বিশেষ দিন এই ভাইফোঁটা। এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় তাঁকে ফোঁটা দিয়ে থাকে বোনেরা। এই দিন সকলেই ধুমধাম করে উৎসব পালন করে থাকেন। এই দিন সকাল থেকে উপবাস করে ভাইদের ফোঁটা দেন বোনেরা। তবে, ফোঁটা দেওয়ার সময় ভুলেও করবেন না এই কয়টি কাজ। অজান্তে হতে পারে ভাইয়ের ক্ষতি।

ভাইফোঁটার দিন ভাইকে ফোঁটা দেওয়ার সঠিক সময় থাকে। এই সময় শুভ সময় দেখে ভাইফোঁটা দিন। দিনের যখন তখন দেবেন না।

Latest Videos

ভাইফোঁটা দিন ভাই ও বোন কেউ কালো পোশাক পরবেন না। এই রংটি অশুভ বার্তা বহন করে। তাই ভাইফোঁটায় কালো রং যতটা সম্ভব এড়িয়ে চলুন।

ভাইফোঁটা দিন উপবাস করে ফোঁটা দিন ভাইকে। এতে ভাইয়ের মঙ্গল হবে।

ভাইফোঁটা দিন ভাইয়ের পছন্দের রান্না করে দিন। তবে, চেষ্টা করুন মাংস না খেতে।

ভাইফোঁটা দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে নিন। অপরিষ্কার পোশাক পরে ভাইফোঁটা দেবেন না। এতে ভাইয়ের ক্ষতি হতে পারে।

ভাইফোঁটা দিন সঠিক মন্ত্র পরে ফোঁটা তো দেবেনই তেমনই সঠিক দিকে বসে এই উৎসব পালন করুন।

আগামী কাল ৩ নভেম্বর পালিত হবে ভাইফোঁটা। আবার আজ ২ নভেম্বর হল প্রতিপদে ফোঁটা। এই দু দিন ধরে ঘরে ঘরে পালিত হচ্ছে উৎসব। ভাই-বোনের সম্পর্কের বিশেষ দিন হল ভাইফোঁটা। এই দিনের অপেক্ষায় থাকে সকলে। যমরাজ ও যমুনার এক পৌরানিক কাহিনি জড়িত আছে এই দিনের সঙ্গে।

 

Share this article
click me!

Latest Videos

সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury
রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?