Perfume tips: পারফিউমের ১০টি প্রতিকার, দাম্পত্য প্রেম থেকে আর্থিক সমৃদ্ধির উপায় রইল

Published : Nov 18, 2023, 12:05 AM IST
Perfume day 2023

সংক্ষিপ্ত

জ্য়োতিষষাস্ত্রের বাস্তু শাস্ত্রে বেশ কিছু নিয়মের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কোথায় কোন কোন জিনিস রাখলে উপকার পাওয়া যায়। আজ রইল পারফিউম বা সেন্টের টোটকা। পারফিউমের গুণেই বাড়বে আর্থ। দাম্পত্যে বাড়বে প্রেম আর ভালবাসা। 

জ্য়োতিষষাস্ত্রের বাস্তু শাস্ত্রে বেশ কিছু নিয়মের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কোথায় কোন কোন জিনিস রাখলে উপকার পাওয়া যায়। আজ রইল পারফিউম বা সেন্টের টোটকা। পারফিউমের গুণেই বাড়বে আর্থ। দাম্পত্যে বাড়বে প্রেম আর ভালবাসা।

১. নাভিতে পারফিউম লাগালে ঐশ্বর্য ও যশ বৃদ্ধি পায়। প্রতিদিন বাড়ি থেকে বার হওয়ার আগে নাভিতে একটুখানি পারফিউম লাগালে উপকার পাবেন। এতে অর্থিক সামস্যাও দূর হবে।

২. নাভিতে গোলাপ আর চন্দনের পারফিউম লাগালে আর্থ লাভ করবে।

৩. চন্দন ও জুঁই ফুলের সুগন্ধ পারফিউম অনিদ্রা দূর করবে। মাইগ্রেনের সমস্যা দূর করতে এই ধরনের পারফিউম খুবই উপকারী।

৪. স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর আর মধুর করে দেয় শুক্রবার কোনও মন্দিরে গিয়ে সেন্ট দান করলে। চাইলে আতর ও অগুরুও দান করতে পারেন।

৫. জীবনে উন্নতি করতে চাইলে মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে কেওড়ার আঁতর দান করুন। সঙ্গে গোলাপের মালা নিয়ে যেতে ভুলবেন না।

৬. মা লক্ষ্মী কিন্তু আতরের গন্ধ পছন্দ করেন। তাই বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে নতুন করে সাজানোর সময় অবশ্যই পারফিউম ব্যবহার করতে পারেন। তাতে মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পদ আরও বাড়বে।

৭. কোষ্ঠীতে শুক্রের অবস্থান মজবুত করার জন্য শুক্রবার মা লক্ষ্মীকে পারফিউম দান করুন।

৮. অর্থ সঞ্চয় করতে চাইলে চারটি নতুন টাকায় চন্দনের আঁতর লাগিয়ে রেখে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন । দেবীর আশীর্বাদে জীবনে উন্নিতর পথ প্রসস্থ হবে।

৯. নতুন জামায় পারফিউম ব্যবহার করলে পরিবারের সদস্যদের সম্পর্ক আরও মজবুত হয়।

১০. তবে পারফিউম সর্বদা আলাড়ে রাখুন। ড্রেসিনটেবিলের সামনে কখনও পারফিউম রাখবেন না। ভিতরে ঢুকিয়ে রাখুন। আপনি কি পারফিউম ব্যবহার করছেন সেটি কাউকে জানানোর কোনও প্রয়োজন নেই।

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা