Janaki Jayanti 2023: জানুন কিভাবে মা সীতার জন্ম হয়েছিল, জানকী জয়ন্তীর পুজোর নিয়ম

পুরাণ অনুসারে, দেবী সীতা রাজা জনক ও মাতা সুনয়নার কন্যা, কিন্তু মাতা সীতা দেবী সুনয়নার গর্ভ থেকে জন্ম নেননি। তাহলে দেবী সীতা কিভাবে রাজা জনককে পেলেন, আসুন জেনে নেই মা সীতার জন্ম কাহিনী।

 

সীতা নবমী ২৯ এপ্রিল ২০২৩ তারিখে অর্থাৎ আজ। সীতা নবমী জানকী জয়ন্তী এবং মৈথিলী দিবস নামেও পরিচিত। পুরাণ অনুসারে, দেবী সীতা রাজা জনক ও মাতা সুনয়নার কন্যা, কিন্তু মাতা সীতা দেবী সুনয়নার গর্ভ থেকে জন্ম নেননি। তাহলে দেবী সীতা কিভাবে রাজা জনককে পেলেন, আসুন জেনে নেই মা সীতার জন্ম কাহিনী।

মা সীতার জন্ম কিভাবে হয়েছিল-

Latest Videos

শাস্ত্র মতে রাজা জনক কোনও কিছুর অভাব করেননি, তার জীবন ভরপুর ছিল কিন্তু তার কোনও সন্তান ছিল না। এই কারণে রাজা জনক খুব হতাশ হতেন। একবার মিথিলায় প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছিল। খাবার জলের সঙ্কটে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এমতাবস্থায় ঋষিরা জনক-কে রাজ্যে একটি যজ্ঞের আয়োজন করার পরামর্শ দেন, যজ্ঞ শেষ হওয়ার আগেই রাজা জনক নিজ হাতে লাঙল চালাতে হয়।

ঋষিদের কথামতো, জনক রাজা ক্ষেত চাষ করতে শুরু করলেন, যখন হঠাৎ তার লাঙল কিছু ধাতুর সঙ্গে ধাক্কা লাগে। অনেক চেষ্টা করেও জনক রাজা যখন তা সরাতে পারলেন না, তখন তিনি সেই জায়গা খনন করতে লাগলেন। সেখান থেকে একটা কলস বের হল। জনক রাজা কলসির ঢাকনা খুলে ফেললেই তাতে একটি নবজাতক কন্যাকে হাসতে দেখা যায়। রাজা জনক এর কোনও সন্তান ছিল না, তাই সেই মেয়েটিকে নিজের কন্যা মনে করে তাকে প্রাসাদে নিয়ে গিয়ে মেয়েটির নাম রাখেন সীতা।

সীতা নবমী ২০২৩ নির্দিষ্ট সময়-

সীতা নবমী তিথি শুরু হবে ২৮ এপ্রিল বেলা ৪ টে বেজে ১ মিনিটে নবমী তিথি শেষ হবে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬ টা বেজে ২২ মিনিটে।

পুজো মুহূর্ত- ২৯ এপ্রিল সকাল ১০ টা বেজে ৫৯ মিনিট থেকে ১ টা বেজে ৩৮ মিনিট পর্যন্ত

'সীতা' নামটি কীভাবে এল?

খননের সময় লাঙলের সঙ্গে কলশের সংঘর্ষ হলে রাজা জনক সীতাকে পেয়েছিলেন। লাঙ্গলের সামনের দিকের সূক্ষ্ম অংশটিকে বলা হয় সীতা, তাই তার নাম রাখা হয়েছিল সীতা। রাজা জনক দেবী সীতাকে অনেক আদর করতেন, তাই তিনি জানকী এবং জনক দুলারি নামে বিখ্যাত হয়েছিলেন। দেবী সীতা যে স্থানে আবির্ভূত হন সেই স্থানটি সীতামাড়ি নামে পরিচিত। আজও, সীতামাড়িতে দেবী সীতার জন্মবার্ষিকী খুব আড়ম্বরে পালিত হয়।

আরও পড়ুন- এই লক্ষণ জানান দেয় যে আপনার জীবনে আসতে চলেছে উন্নতি, দেখে নিন এগুলো আপনার সঙ্গে ঘটেছে কিনা

আরও পড়ুন- নবদম্পতির ঘরের সাজসজ্জা এমন হওয়া উচিত, সারা জীবনে ভালবাসা কম হবে না

জানকী জয়ন্তীর উপবাসের পদ্ধতি

১) স্নানের পর বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান এবং উপবাসের ব্রত নিন।

২) একটি আসনে ভগবান রাম সীতার মূর্তি স্থাপন করুন।

৩) ভগবান রাম এবং মাতা সীতার ধ্যান করুন।

৪) পাশাপাশি রাজা জনক-সুনয়ন এবং পৃথ্বীর পূজা করুন।

৫) মা সীতাকে যা কিছু সম্ভব অর্পণ করুন।

৬) ভগবান ও সীতাকে ভোগ নিবেদন করুন।

৭) সন্ধ্যায় মা সীতার আরতি দিয়ে উপবাস ভঙ্গ করুন।

৮) একটি মাটির পাত্রে ধান, জল এবং শস্য দান করুন।

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News