
এবারের পুজো শেষ, 'আসছে বছর আবার হবে।' আবার ১২ মাসের অপেক্ষা।এই বছরের পুজো শেষ হতে না হতেই অলোচনা ২০২৬-এর পুজোর তারিখ নিয়ে। পরের বছর পুজো কবে। অর্থাৎ দুর্গা পুজোর শুরু আর সেই সঙ্গে এক বছরের অপেক্ষার অবসান। আবার কবে মা আসবেন মর্ত্যে। পটুয়াবাড়ি থেকে মণ্ডপে মণ্ডপে পৌঁছে গিয়েছেন মা। ঢাকের শব্দে মেতে উঠেছে চারিদিক। কলকাতায়তো অনেক পুজোয় মহালয়ার আগেই উদ্বোধন হয়ে যায়, আর শুরু হয়ে যায় দর্শনার্থীদের ভিড়।
তৃতীয়া-চতুর্থী থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। পঞ্চমীর রাতে ভিড় আরও বাড়তে থাকে। কচিকাঁচার দল চারিদিকে নতুন জামা কাপড় পরে হাতে ক্যাপ-বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। যদিও এখন এই দৃশ্য আগের মত সব জায়গায় চোখে পড়ে না আর আগের মত। তবে পুজোর আনন্দে রয়েছে সকলেরই মনে। ৮-৮০ সবাই মেতে উঠেছে পুজোর আনন্দে।তাই এক নজরে দেখে নিন ২০২৬ সালে কবে থেকে কবে আসবে মা দুর্গা- দেখে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট।
২০২৬ সালে মহালয়া হবে১০ অক্টোবর, শনিবার। আর এক কথা সকলেরই জানা যে. মহালয়ার দিন থেকেই সূচনা পিতৃপক্ষের অবসান হয়ে সূচণা হয় দেবীপক্ষের। দেশ জুড়ে শুরু হয়ে যাবে নবরাত্রি উৎসব।তবে এবার আর মহালয়ার এক সপ্তাহ পরে পড়েছে ষষ্ঠী।
২০২৬ সালের দুর্গাপুজা ১৭ অক্টোবর, শনিবার পড়েছে মহাষষ্ঠী
২০২৬ সালের দুর্গাপুজা ১৮ অক্টোবর, রবিবার পড়েছে মহাসপ্তমী
২০২৬ সালের দুর্গাপুজা ১৯ অক্টোবর, সোমবার পড়েছে মহাষ্টমী
২০২৬ সালের দুর্গাপুজা ২০ অক্টোবর, মঙ্গলবার পড়েছে মহানবমী
২০২৬ সালের দুর্গাপুজা ২১ অক্টোবর, বুধবার পড়েছে বিজয়া দশমী
এর পর বাঙালি আবার অপেক্ষা বছর ভর পরবর্তী বছরের পুজোর আশায়।অপেক্ষা করবে বাঙালি ২ অক্টোবর বিজয়া দশমীর পর এ বছর কোজাগরী লক্ষ্মীপুজোর নির্ঘণ্ট হল ৬ অক্টোবর। তবে আগামী বছর কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর।