Vastu Tips: সাবধান! এই পাঁচটি জিনিস হাত থেকে পড়ে গেলে সংসারের অকল্যাণ হয়, আর্থিক ক্ষতি হয়

শুভ বা অশুভ বার্তা আগে থেকেই পেয়ে যায় মানুষ- তার কাজের মধ্যে দিয়েই। জ্যোতিষ অনুসারে এমন কতগুলি জিনিস রয়েছে, যেগুলি হাত থেকে পড়ে যাওয়া অত্যান্ত অশুভ বলে মনে করা হয়ে।

 

Saborni Mitra | Published : Nov 18, 2023 2:23 PM IST

জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিন হল বাস্তু। বাস্তু শাস্ত্র যথাযথ পালন করা হবে তবেই পরিবারে সুখ আর শান্তি বজায় থাকে। বাস্তু অঅনুযায়ী সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলি জীবনের শুভ আর অশুভ লক্ষণগুলি নির্দেশ করে। শুভ বা অশুভ বার্তা আগে থেকেই পেয়ে যায় মানুষ। জ্যোতিষ অনুসারে এমন কতগুলি জিনিস রয়েছে, যেগুলি হাত থেকে পড়ে যাওয়া অত্যান্ত অশুভ বলে মনে করা হয়ে।

যে জিনিসগুলি হাত থেকে পড়ে যাওয়া অশুভ বলে মনে করা হয় সেগুলি হল

তিল- হিন্দু ধর্মে তিল অত্যান্ত গুরুত্বপূর্ণ। ভগবানের ভোগ থেকে পিতৃপুরুষের নৈবেদ্য- সবেতেই তিল জরুরি। তাই তিল হাত থেকে পড়ে যাওয়া অত্যান্ত অশুভ বলে বিবেচিত হয়। এটি হাত থেকে পড়ে যাওয়ার অর্থই হল মানুষের জীবনে নেতিবাচক শক্তিকে ডেকে আনা। যাতে পরিবারের অকল্যাণ হয়। পরিবারের সদস্যরা বড় আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারে।

দুধ- দুধ হিন্দু শাস্ত্রে শুভ। কিন্তু দুধ পড়ে যাওয়া বা ফুটন্ত দুধ উদলে যাওয়া- উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। দুধ গরম বা ঠান্ড যে কোনও অবস্থাতেই পড়ে যাওয়া অশুভ বলে বিবেচিত হয়। দুধ পড়ে যাওয়ার অর্থই হল আর্থিক সমস্যায় পড়ার ইঙ্গিত দেওয়া।

নারকেল- শ্রীফল বলা হয় হিন্দু ধর্মে। পুজোতে অবশ্যই লাগে নারেকল। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ ফল। দুর্গাপুজোসহ একাধিক পুজো নারকেল ছাড়া সম্পন্ন হয় না। নারকেল ফাঠিয়ে যাত্রা শুরু করা হয় অনেক সময়। কিন্তু নারকেল যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় তা অত্যান্ত অশুভ। জীবনে সুখ আর সমৃদ্ধি নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। তবে কোনও শুভ কাজ শুরুর করে নারকেল পুজো করে তা ফাটিয়ে তা শুরু করার অর্থই হল দেবতার প্রতি কাজ উৎসর্গ করা।

নুন- হাত থেকে নুন পড়ে যাওয়া খুবই অশুভ বলে মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে। কারণ নুন যদি পড়ে যায় তাহলে ঋণ দেনা হওয়ার ইঙ্গিত দেয়। যা পরিবারের সুখ ও সমৃদ্ধি নষ্ট করে । হিন্দু জ্যোতিষশাস্ত্র নুন একটি গুরুত্বপূর্ণ মশলা।

কাচের জিনিস- হাত থেকে কাচের জিনিস পড়ে গিয়ে ভেঙে যাওয়া অত্য়ান্ত অশুভ। পরিবারের অকল্যাণ হতে পারে বলে মনে করা হয়।

 

Share this article
click me!