সামনের মঙ্গলবারই বড় মঙ্গলবার, হনুমানজির আশীর্বাদে জীবনে উন্নতি করতে এই দিনটি এভাবে পালন করুন

হিন্দু ধর্মের প্রচলিত ধারনা হল হনুমানজি বাধা দূর করেন। মানুষের জীবনে কষ্ট লাঘব করেন। হনুমানজির কৃপদৃষ্টিতে আর্থিক সমস্যা দূর হয়। জীবন বাধামুক্ত হয়। বড় মঙ্গলবার হনুমানজির পুজো করা উচিৎ।

 

বাংলা ক্যালেন্ডার অনুয়ায়ী বৈশাখ মাস শেষের দিকে। জৈষ্ঠ্য মাসেই বিশেষ পুজো হয় বজরংবলীর। কারই হিন্দু শাস্ত্র অনুযায়ী জৈষ্ঠ্য মাসের সব মঙ্গলবারই বড় মঙ্গলবার। এই দিনগুলিকে হনুমানজির বিশেষ পুজো হয়। জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারগুলি হনুমানজির প্রবীণ রূপের আরাধানা করা হয়। আর সেই কারণেই এই দিনটিকে বড় মঙ্গলবার বলা হয়। এই দিনগুলিতে হনুমানজির পুজো করলে তিনি তুষ্ঠ হন। হনুমানজির আর্শীবাদে জীবনে সব বাধা কেটে যায়।

হিন্দু ধর্মের প্রচলিত ধারনা হল হনুমানজি বাধা দূর করেন। মানুষের জীবনে কষ্ট লাঘব করেন। হনুমানজির কৃপদৃষ্টিতে আর্থিক সমস্যা দূর হয়। জীবন বাধামুক্ত হয়।

Latest Videos

বড় মঙ্গলবার

জৈষ্ঠ্য মাসের সবকটি মঙ্গলবারই বড় মঙ্গলবার। প্রথমটি পড়েছে ১৬ মে। বাকিগুলি হবে ২৩ মে, ৩০ মে আর ৬ জুন।

বড় মঙ্গলবার পালন গুরুত্বপূর্ণ

আর্থিক বাধা দূর করতে মঙ্গলবার বিশেষ পুজোপাঠের প্রয়োজন রয়েছে। এই দিন ভক্তিভরে বজরংবলির আরাধানা করা জরুরি।

বড় মঙ্গলবার হনুমানের পুজো দেওয়ার সময় অবশ্যই লাল বা মেটে রঙের সিঁদুর অর্পণ করুন। তাতে হনুমানের কৃপা সহজেই পাওয়া যায়।

চাকরিতে উন্নতির জন্য হনুমানজিতে পান নিবেদন করুন। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রসস্থ হবে।

জৈষ্ঠ্য মাসের মঙ্গলবার হনুমানজি গোলাপ ফুল আর গোলাপ জল নিবেদন করলে জীবনের সব সমস্যার সমাধান হয়।

বড় মঙ্গলবারের গুরুত্বঃ

রামায়ন অনুযায়ী জৈষ্ঠ্য মাসের মঙ্গলবার শ্রীরাম জঙ্গলে হনুমানের দেখা পেয়েছিলেন। তাই এই দিনটি গুরুত্বপূর্ণ। মহাভারত অনুযায়ী নিজের শক্তিতে অহংকারী হয়ে পড়েন পবনপুত্র ভীম। ভীমের দর্প চূর্ণ করতে তাঁকে যুদ্ধে আহ্বান জানান আরও এক পবনপুত্র হনুমান। তিনি ভীমকে যুদ্ধে হারিয়ে দেন। সেই দিনটিও ছিল মঙ্গলবার।

বড় মঙ্গলবারে কী কী করবেন নাঃ

মঙ্গলবারে ভুলেই কাঁচা নুন খাবেন না। তাতে প্রতিটি কাজে বাধার সৃষ্টি হয়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মঙ্গলবারে যদি পশ্চিম আর উত্তর দিকে গন্তব্য হয় তাহলে অবশ্যই যাওয়ার আগে গুড় খেয়ে নেবেন ।

মঙ্গলবার মাছ মাংস ডিম খাওয়া উচিৎ নয়, তাহলে হনুমানের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে হয়।

মঙ্গলবার কাউকে ধার দেবেন না। তাহলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা কম।

মঙ্গলবার কারও ওপর রেগে যাবেন না। তাহলে ভগবান ক্ষুব্ধ হন।

মঙ্গলবার লোহার জিনিস কেনা অশুভ বলে বিবেচিত হয়। স্টিল ও ধারালো

বিবাহিত মহিলারা এই দিন কখনই সিঁদুর পরবেন না।

মনে রাখবেন এই দিন উপবাস করা খুবই ভাল। আপনি যদি উপবাস করেন তাহলে কমপক্ষে ২১টি মঙ্গলবার টানা ব্রত করা উচিৎ। সকালে স্থান সেরে পরিচ্ছন্ন হয় নিন। কাচা কাপড় পরে ঠাকুর করে যান। তারপর পুজোর ঘরে হনুমানজির মূর্তির সামনে

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : দিল্লিতে মেগা জনসভা প্রধানমন্ত্রী মোদীর, দেখুন সরাসরি
এবার পড়বে হাড়কাঁপানো ঠাণ্ডা! কবে থেকে? জানাল আলিপুর হাওয়া অফিস | Weather Update Today
'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে', নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক Narendra Modi
বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা Barasat-এ | North 24 Parganas News Today
'বাংলাদেশের সেনাবাহিনী? সেটা আবার কি' চরম খিল্লি শুভেন্দুর | Suvendu Adhikari | #shorts | #bjp