Vastu Tips: সম্পদশালী হওয়ার জন্য শ্রীকৃষ্ণের বাস্তু টিপস, জানুন পাঁচটি বস্তুর সঠিক ব্যবহার

পুরাণ অনুযায়ী যুধিষ্ঠীরের রাজ্যভিষেকের সময় তাঁকে বাস্তু সংক্রান্ত কতগুলি নিয়ম বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই নিয়ম অনুযায়ী চললে অর্থবান ও সম্পদশালী হওয়া যায়।

 

কৃষ্ণ পুরাণ ও গীতায় সংসার ধর্ম নিয়ে অনেক কথা বলা রয়েছে। যেগুলিকে বাস্তু টিপস হিসেবেও ধরে নেওয়া যেতে পারে। সংসারে সুখ-সমৃদ্ধি বাস্তু নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। বাস্তু নিয়ম যদি মানা না হয় তাহলে ঘরে আসা অর্থ জলের মত খরচ হয়ে যায়। কোনও দিনও আপনাকে সম্পদশালী হতে দেয় না। পুরাণ অনুযায়ী যুধিষ্ঠীরের রাজ্যভিষেকের সময় তাঁকে বাস্তু সংক্রান্ত কতগুলি নিয়ম বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই নিয়ম অনুযায়ী চললে অর্থবান ও সম্পদশালী হওয়া যায়। পাশাপাশি সংসারে সুখ আর সমৃদ্ধি বজায় থাকে।

মহাভারত অনুযায়ী কৃষ্ণ যুধিষ্ঠীরকে পাঁচটি দ্রব্যের সঠিক ব্যবহার করার কথা বলেছিলেন। তিনি আরও বলেছিলেন তাঁর কথা মেনে চললে কোনও দিনও অর্থ সংকটে পড়তে হয় না। সেই পাঁচটি বস্তুর ব্যবহার জেনে নিনঃ

Latest Videos

জল-

কৃষ্ণের কথা অনুযায়ী সর্বদা জলের নিশ্চয়তা থাকা জরুরি। তা দেশ হোক বা পরিবার। জলের সংকট থাকলে পরিবার বা দেশে শান্তি থাকে না। জলকষ্ট অনেক অশান্তির মূল। তিনি আরও বলেছিলেন, তৃষ্ণার্তকে সর্বদা জল দান করা উচিৎ। পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য জল প্রদান করা জরুরি। তবে জলের অপচয়ও সংসার বা দেশে অশান্তি, সংকট ডেকে আনে। সাবধাব করে দিয়েছিলেন কৃষ্ণ।

চন্দন

চন্দন গাছ বাড়িতে রাখার পরামর্শ দেন গৃহস্থকে। কারণ কৃষ্ণ কথা অনুযায়ী চন্দনের সুগন্ধ প্রবল। এটি নেতিবাচক শক্তি কাটাতে পারে। তাই বাড়িতে চন্দন গাছ রাখা জরুরি। ঘরে চন্দন কাঠ রাখারও পরামর্শ দিয়েছেন তিনি।

ঘি

হিন্দু শাস্ত্র অনুযায়ী ঘি অত্যান্ত উপকারী। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালালে নেতিবাচত শক্তি দূর হয়। দেবদেবীর আর্শীরবাদ পাওয়া যায়। পুরাণ অনুযায়ী নিয়মিত ঘি খেলেও ফল পাওয়া যায়। তাতে শরীর ভাল তাকে। ব্রেন শক্তিশালী হয়।

সরস্বতী প্রতিমা

বাড়িতে নিয়মিত সরস্বতী পুজো করতে হবে। দেবী সরস্বতীর কৃপা যেমন জ্ঞান বাড়ে তেমনই দারিদ্র মোচনে সরস্বতীর আর্শীবাদ প্রয়োজন। বাড়িতে সরস্বতীর মূর্তি রাখা জরুরি। প্রয়োজনে বীনাও রাখতে পারেন। তাতেও দেবীর কৃপা পাওয়া যায়।

মধু

শ্রীকৃষ্ণ সুখ -সমৃদ্ধি লাভের পথ দেখাতে গিয়ে বলেছিলেন মধু যেখানে থাকে সেখানে অত্মীয়তা বজায় থাকে। মধু আত্মা শুদ্ধ করে। নেতিবাচক শক্তি দূর করে। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে।

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari