৭ প্রকার শস্য দান...
কার্তিক মাসে ৭ প্রকার শস্য দান করলে ব্যক্তি সাত জন্ম ধরে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। তিনি তার ৭ জন্মে প্রচুর সম্পদ ও আনন্দ পান। আপনি যেকোনো সাত প্রকার শস্য বেছে নিতে পারেন।
বিবাহিত মহিলাদের জন্য...
কার্তিক মাস বিবাহিত মহিলাদের জন্যও অত্যন্ত পবিত্র। এই মাসে বিবাহিত মহিলাদের চুড়ি, হলুদ, সিঁদুর, ফল, ব্লাউজ, শাড়ি, ফুল ইত্যাদি দান করা উচিত। এগুলি দান করলে স্বামীর আয়ু বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।