দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণেশ্বরের ভক্তদের ঢল, ভবতারিণীর আরাধনায় চলছে বিশেষ পুজোপাঠ

Published : Oct 20, 2025, 07:28 PM IST

Dakshineshwar Kali Temple: আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। দীপাবলির আনন্দে সকাল থেকে পুজো দেওয়ার ঢল নেমেছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে। দেখুন ছবিতে…

PREV
15
দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল

সোমবার কালীপুজো ও দিওয়ালি। দেশজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব। শ্যামা মায়ের আরাধনায় সকাল থেকেই সাজসাজ রব দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে। অমাবস্যার এই  বিশেষ তিথি মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ পূর্ণ্যার্থীরা।  

25
দক্ষিণেশ্বরে বিশেষ পুজোপাঠ

দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও জাঁকজমক  করে পুজো শুরু হয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। ভক্তদের ভিড়ে ঠাসা মন্দির চত্বর। মায়ের কাছে পুজো দিতে সোমবার সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। 

35
কড়া নিরাপত্তায় মোড়া দক্ষিণেশ্বরের মন্দির

এদিকে শেষবেলার উৎসবের আনন্দ চেটেপুটে ভাগ করে নিতে মন্দিরে যেমন ভক্তদের ঢল লক্ষ্য করা গিয়েছে তেমনই পুলিশি নিরাপত্তাও ছিলো চোখে পড়ার মতো।  কোনও  রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা সতর্ক পুলিশ প্রশাসন। কার্যত নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। 

45
দর্শনার্থীদের ভিড়

শুধু তাই নয়, মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি  দর্শনার্থীদের ভিড়ে ঠাসা মন্দির চত্বর। একদিকে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন অন্যদিকে সাধারণ মানুষের ভিড়ে ছয়লাপ মন্দির প্রাঙ্গন। শ্যামা পুজোর আনন্দে যেন মাতোয়ারা গোটা বঙ্গবাসী। 

55
ভবতারিণী পুজো

দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে এদিন সকাল থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরে বিশেষ পুজোপাঠ ও অর্চনার আয়োজন করা হয়েছে। সেই ভোরবেলা থেকে চলছে পুজো। সারারাত ধরে চলবে পুজোপাঠ-যজ্ঞ। বিশেষ এই দিনে মায়ের  আশীর্বাদ লাভে মন্দিরে হাজির অসংখ্য পূর্ণ্যার্থীরা। 

Read more Photos on
click me!

Recommended Stories