পঞ্চাং অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি ইংরেজি ২৩ জানুয়ারি, ২০২৬ শুক্রবার, বাংলার ৯ মাঘ, ১৪৩২-এ পালন হবে সরস্বতীর পূজা। পঞ্চমী তিথি শুরু হবে, ইংরেজি ২২ জানুয়ারি, ২০২৬ বৃহস্পতিবার, বাংলার ৮ মাঘ, ১৪৩২-এ রাত ১ টা বেজে ৩৯ মিনিট থেকে। আর পঞ্চমী তিথি শেষ হবে, ইংরেজি ২৩ জানুয়ারি, ২০২৬ শুক্রবার, রাত ১২ টা বেজে ২৯ মিনিটে।