মহিলাদের সোনার প্রতি একটা আলাদা টান থাকে। অনেকে সোনাকে বিনিয়োগ হিসেবে দেখলেও মহিলারা একে গহনা হিসেবেই দেখেন। যতই গহনা থাকুক না কেন, আরও কিনতে ইচ্ছে করে।
28
তবে, সোনা পরার অনেক স্বাস্থ্যগত উপকারিতাও আছে। বিশেষ করে কানে দুল পরার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মহিলারা কেন কানে সোনা পরেন? আসুন জেনে নেওয়া যাক।
38
নেতিবাচকতা দূর করে
সোনা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। মনে নেতিবাচক চিন্তা এলে সোনার দুল পরুন। এতে খারাপ শক্তির প্রভাব কমে। নেতিবাচকতা কমে, ইতিবাচকতা বাড়ে। মন শান্ত থাকে।
48
জন্মকুণ্ডলীতে বৃহস্পতির শক্তি বাড়ায়
জ্যোতিষশাস্ত্র মতে, কানে সোনার দুল পরলে জন্মকুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়। বৃহস্পতির কৃপায় শুভ ফল লাভ হয়।
58
বুধ গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পায়।
জ্যোতিষ মতে, মহিলারা কানে সোনার দুল পরলে জাতকের জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ শক্তিশালী হয়। কানের ব্যথা, শ্রবণ সমস্যা ইত্যাদি কমে। নানা ধরনের ব্যথা থেকে মুক্তি মেলে।
68
বুদ্ধি বৃদ্ধি করে
কানে সোনার দুল পরলে বুদ্ধি বিকাশ ঘটে, শক্তি বৃদ্ধি পায়, মস্তিষ্ক সক্রিয় থাকে।
78
মানসিক চাপ কমায়
সোনা আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখে। তাই সোনার দুল পরলে মানসিক চাপ ও উদ্বেগ কমে।
88
দৃষ্টিশক্তি বাড়ায়
বিশ্বাস না হলেও, সোনার দুল পরলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এতে মানসিক চাপও কমে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তবে সোনার দুল পরলেই সবার চোখের সমস্যা দূর হবে, এমনটা নয়। খাদ্যাভ্যাসেরও প্রভাব আছে। কিছুটা হলেও, দৃষ্টিশক্তি উন্নত করতে সোনার দুল সাহায্য করে।