কৌশিকী অমাবস্যায় এই টিপস মেনে চললেই সংসারে মিলবে সুখ-সমৃদ্ধি, কী করবেন? জানুন এক ঝলকে

Published : Aug 21, 2025, 09:45 AM IST

Kaushiki Amavasya: সংসারের উন্নতিতে ভাদ্রমাসের কৌশিকী অমাবস্যা তিথিতে মেনে চলুন এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো। এতে জীবনে মিলবে মা তারার আশীর্বাদ। সংসারে সুখ-সমৃদ্ধি ঘটবে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
কৌশিকী অমাবস্যা

এই বছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পড়েছে ২১ অগাস্ট বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে। এবং অমাবস্যা ছেড়ে যাবে  ২২ অগাস্ট শুক্রবার সকাল ১১টা ৩৫ মিনিটে। জ্যোতিষ শাস্ত্র মতে, এই অমাবস্যা হল জোরালো এবং ভরা অমাবস্যা। ভাদ্র মাসের এই অমাবস্যায় মা তারার পুজো করা হয়। শুধু তাই নয়, এই বিশেষ দিনে কিছু নিয়ম মেনে চলারও পরামর্শ দেওয়া হয়। 

25
কৌশিকী অমাবস্যায় কী করবেন?

কৌশিকী অমাবস্যায় তুলসীপাতা তুলবেন না। রাতে পুজোর জন্য তুলসী পাতার দরকার পড়লে আগে থেকে পাতা তুলে রাখুন বা বাজার থেকে পাতা সংগ্রহ করতে পারেন। এদিন বাড়ির সদর  দরজার সামনে অন্ধকার রাখা উচিত নয়। প্রদীপ  জ্বেলে রাখতে পারেন। যতক্ষণ বেশি প্রদীপ জ্বলবে ততই মঙ্গল হবে সংসারের। 

35
আমিষ খাবার খাবেন না

কৌশিকী অমাবস্যায় ভুলেও আমিষ খাবার খাবেন না। এদিন আমিষ খাবার খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে এই তিথিতে কাউকে কটূ কথা না বলারও পরামর্শ দেওয়া হয়। কৌশিকী অমাবস্যা তিথিতে লোকজনের সঙ্গে ঝগড়া বিবাদে জড়াবেন না। 

45
কী কী নিয়ম মেনে চলবেন

কৌশিকী অমাবস্যায় বাড়ির সদর দরজার সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এদিন বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিস্কার করে রাখুন। বাড়িতে এই তিথিতে এঁটোবাসন জমিয়ে রাখবেন না। এছাড়াও এদিন দেবী দুর্গার মন্ত্র জপ করাই শ্রেয় বলে মনে করা হয়। এই দিন দেবী পার্বতীর কোশ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন। তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা দূর হয় বলে মনে করা হয়। 

55
ছেঁড়া পোশাক পরবেন না

কৌশিকী অমাবস্যা তিথিতে ছেঁড়া পোশাক পরা এড়িয়ে চলুন। এই বিশেষ দিনে বাড়িতে কোনও ছেঁড়া জামাকাপড় রাখবেন না। প্রয়োজনে সেগুলি কাউকে দিয়ে দিন অথবা ফেলে দিন। শাস্ত্রমতে, ছেঁড়া জামাকাপড় বাড়িতে রাখলে তা সংসারে অমঙ্গল বয়ে আনে। 

Read more Photos on
click me!

Recommended Stories