Naihati Baromaa: অমাবস্যার রাতে ভক্তদের জন্য কী বিশেষ আয়োজন? রইল নৈহাটির বড়মার পুজোর নির্ঘণ্ট

Published : Oct 20, 2025, 02:43 PM IST
Boromaa, Naihati

সংক্ষিপ্ত

নৈহাটি বড়মার পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজ সেই শুভক্ষণ। বহু ভক্তদের ভিড়। রাত বারোটায় মায়ের পূজা শুরু। এই বিশেষ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো প্রতিমা এবং তান্ত্রিক রীতিনীতির মাধ্যমে মায়ের উপাসনা, যা মধ্যরাতের মধ্যে সম্পন্ন হয়। 

নৈহাটির বড়মার পুজো সাধারণত কালীপুজোর রাতে শুরু হয় এবং এই বছরও ঠিক রাত ১২টায় পুজো শুরু হবে। এটি শুধু একটি সাধারণ কালীপুজো নয়, বরং একটি বিশেষ এবং দীর্ঘস্থায়ী অনুষ্ঠান যা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। এই বিশেষ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো প্রতিমা এবং তান্ত্রিক রীতিনীতির মাধ্যমে মায়ের উপাসনা, যা মধ্যরাতের মধ্যে সম্পন্ন হয়।

** নৈহাটির বড়মার পুজোর নির্ঘণ্ট:

* শুরু: কালীপুজোর দিন, ঠিক রাত ১২টায় মূল পূজা শুরু হবে।

* প্রস্তুতি: পুজোর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয় এবং বিভিন্ন কাউন্টারের ব্যবস্থা করা হয় ভক্তদের সুবিধার জন্য।

* অঞ্জলি: কালীপুজোর দিন রাত আড়াইটেয় অঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকে।

* সময়কাল: মূল পুজো শুরু হওয়ার আগে থেকেই প্রস্তুতি চলতে থাকে এবং প্রায় পাঁচদিন ধরে চলে।

অমাবস্যার কালীপুজোর রাতে বড়মার পুজো দেখার জন্য হাজারে হাজের মানুষ ভিড় করেন নৈহাটিতে। বহু মানুষ মানতও করেন। প্রতিবারই নির্ঘণ্ট মেনে বড়মার পুজো হয়ে থাকে। কালীপুজোয় ঠিক রাত ১২টায় বড়মার পুজো শুরু হবে। রাত আড়াইটের সময় হবে অঞ্জলি। উপস্থিত ভক্তরা চাইলে সেসময় অঞ্জলি দিতে পারবেন। পুজো উপলক্ষে বিশাল ভোগের আয়োজন করা হয় প্রতি বছরই। প্রচুর মানুষ বড়মার ভোগ পাওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেন। সাধারণ মানুষের কথা চিন্তা করেই ভোগের জন্য দু’টি ও সন্দেশ-প্রসাদ দেওয়ার জন্য দু’টি কাউন্টার থাকছে। 

পুজো গ্রহণের জন্য ১৭ তারিখ থেকে তিনটি কাউন্টার খোলা হয়েছে। তবে ২০ তারিখ কালীপুজোর দিন চারটে কাউন্টার খোলা থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। পুজোর দিনগুলিতে প্রচুর ভক্তসমাগম হয়। প্রতি বছরের মতো এবারও সিসিটিভি-সহ বহু স্বেচ্ছাসেবক থাকছে। বড় কালীপুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, “এবার তিনশোর বেশি স্বেচ্ছাসেবক থাকবেন মণ্ডপ- সহ এলাকায়। ৮০টির বেশি সিসি ক্যামেরায় নজরদারি চলবে। এছাড়াও গঙ্গার ঘাট, মন্দির ও নৈহাটি স্টেশন চত্বরে একটি করে এলইডি থাকবে।

এবারে মোট ৩০০০ কিলো ভোগ রান্না হচ্ছে বলে জানালেন পুজো সমিতির সম্পাদক। প্রত্যেক বছরের মতোই এই বছরেও গোটা পুজো ভার্চুয়ালি লাইভ হবে। যারা পুজোর জায়গায় যেতে পারবেন না ভার্চুয়ালিও অঞ্জলি দিতে পারবেন বলে জানিয়েছে পুজো কমিটি। জানানো হয়েছে, পরের দিন অর্থাৎ ২১ তারিখ দুপুর ২টো এবং রাত ৯টা নাগাদ পুজো হবে।

২২ তারিখ দুপুর ২টো এবং রাত ৯টা নাগাদ পুজো হবে। ২৩ তারিখও একই সময়ে পুজো হবে। ২৪ তারিখ বিকেল ৪টে নাগাদ প্রতিমা ধীরে ধীরে নিরঞ্জনের পথে এগিয়ে যাবে। এই পুজোকে কেন্দ্র করে নিরাপত্তাও চরমে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জানেন কী ভগবান বিষ্ণুর কত জন কন্যা, কী তাদের নাম? জানুন এই অজানা তথ্য
২০২৬ সালে ১৩ মাসে বছর! ৬০ দিনে শেষ হবে এই মাস! জানুন এর তাৎপর্য ও গুরুত্ব