Birbhum Kali Puja: মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে বীরভূম জেলার অনুব্রত মণ্ডলের পুজো নামে পরিচিত কালীপুজো। শ্যামা মায়ের আরাধনায় কী কী থাকছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Birbhum Kali Puja: সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি উৎসব। আর এই আলোর উৎসবে ৬০০ ভরি সোনার গয়না পরে সেজে উঠল অনুব্রত-র কালী মা। কেষ্ট কালী! অনুব্রত মণ্ডলের তৃণমূল কার্যালয়ে মা কালীর আরাধনা। মায়ের গায়ে সোনার গয়না প্রায় ৫৭০ ভরির। 

কত ভরি সোনার গয়নায় সাজছে মা কালী:-

রাজনীতি আর ভক্তি— দুইয়ের অনন্য মেলবন্ধন দেখা গেল বীরভূমে। তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সোমবার মহা সাড়ম্বরে হচ্ছে ‘কেষ্ট কালী’ পুজোর আয়োজন। কার্যালয়ের আঙিনায় স্থাপিত দেবী কালীকে সাজানো হয়েছে সোনার গয়নায়, যার ওজন এ বছর প্রায় ৬০০ ভরি।

জানা গিয়েছে, গত বছর পর্যন্ত প্রায় ৫৭০ ভরি সোনা ছিল মা কালীর অলঙ্কারে। অনুব্রত মণ্ডলের বক্তব্য অনুযায়ী, “এখন সোনার দাম অনেক বেড়ে গিয়েছে, তাই এ বছর ১০-১২ ভরি নতুন গয়না পরবে। আগামী বছর হয়তো আরও বাড়বে।”

বীরভূম জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রতি বছর এই পুজো আয়োজন করা হয়। কার্যালয়ের এই পুজো এবার পা রাখল ৪৪ বছরে। কালীমূর্তির অলঙ্কারে রয়েছে সোনার নথ, হার, চুড়ি, কানের দুল, ও কোমরবন্ধ। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, “এই পুজো আমার কাছে শুধু আচার নয়, বিশ্বাসের প্রতীক। মা কালীর আরাধনায় আমি প্রতি বছর একবার উপোস রাখি— শুধু কালীপুজোর দিনটিতে।”

তিনি আরও বলেন, “আমি যখন ১২ বছরের ছেলে, তখন থেকেই মা কালীর পুজো করে আসছি। মা-ই শক্তির প্রতীক, মা-ই আশীর্বাদ দেন যাতে বীরভূমে শান্তি ও ঐক্য বজায় থাকে।”

এদিকে কার্যালয়ের পুজো চত্বরে সকাল থেকেই ছিল জনসমাগম। সোনার গয়নায় সজ্জিত মূর্তি দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন। সন্ধ্যায় হবে মহা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশেষ ভোগ নিবেদন:

এদিন দেবীর উদ্দেশে নিবেদন করা হবে বিশেষ “মালসা ভোগ”— ভক্তদের মধ্যে বিতরণ করা হবে প্রসাদ। এছাড়া বিভিন্ন গ্রাম থেকে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে। রাতভর চলবে পুজো ও ভক্তিগীত। প্রশাসনের তরফে কার্যালয়ের আশেপাশে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।