এই বছর রাস পূর্ণিমা কত তারিখে পড়েছে? কখন পুজো করবেন? দেখুন সময়সূচী, দিনক্ষণ ও মাহাত্ম্য

Published : Nov 02, 2025, 06:57 PM IST

২০২৫ সালে কত তারিখে পড়ছে রাস পূর্ণিমা (Raas Purnima 2025)? বাংলায় বৈষ্ণব ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃত উৎসব এই রাস। আজকের প্রতিবেদনে আমরা জানাবো ২০২৫ সালের রাস উৎসব কবে পড়ছে, পূর্ণিমা কখন লাগছে, কখন শেষ হচ্ছে সমস্ত তথ্য।

PREV
17

রাস পূর্ণিমার দিন গোপিনীদের সহযোগে রাধা-কৃষ্ণের প্রার্থনা করা হয়। আর পুরাণ মতে রাস উৎসবের আলাদা মাহাত্ম্য রয়েছে। অনেকে মনে করেন যে, ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলন রাস। আবার পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখও পাওয়া যায়।

27

২০২৫ সালে কত তারিখে পড়ছে রাস পূর্ণিমা?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এ বছর অর্থাৎ ২০২৫ সালে রাস পূর্ণিমা পড়ছে আগামী ৫ নভেম্বর, বুধবার। তবে সেই সূত্র ধরে পূর্ণিমা লাগছে ৪ নভেম্বর, মঙ্গলবার রাত ১০:৩৮ মিনিটে, বাংলা ১৮ কার্তিক এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬:৪৯ মিনিটে, বাংলা ১৯ কার্তিক। সে কারণেই ৫ নভেম্বর রাস পূর্ণিমা পালন করা হবে।

37

রাস উৎসবের প্রচলন কীভাবে?

লোককথা অনুযায়ী শোনা যায়, শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপীনাথের মনে অহংকার জন্ম হয়েছিল। আর তখনই শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন আর গোপিনীরা সেই ভুল বুঝতে পেরেই স্তব স্তুতি শুরু করেন।

47

আর এর ফলে শ্রীকৃষ্ণ আবারও ফিরে আসেন এবং গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে অন্তরাত্মা শুদ্ধি করেছিলেন। এদিকে শ্রীকৃষ্ণ গোপীনাথের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে সব বাধা থেকে মুক্ত করে দেন। এভাবেই রাস উৎসবের প্রচলন ঘটে বলে জানা যায়।

57

এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, বাংলায় শ্রীচৈতন্যদেবের রাস উৎসবের কথাও উল্লেখ রয়েছে। রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তী সময়ে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটিয়েছিল। আর বৃন্দাবন, মথুরা, অসম থেকে শুরু করে মণিপুর, ওডিশা ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে এখনও পর্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে রাস উৎসব পালন করা হয়।

67

রাধাকৃষ্ণের আরাধনাই এই উৎসবের মূল বিষয়। তবে অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন নিয়মে এই উৎসবের পালন। বলে রাখি, এ বছর অর্থাৎ ২০২৫ সালে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা পড়ছে গুরু নানকের জন্মতিথির দিন।

77

আর হিন্দু ধর্ম এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কার্তিক পূর্ণিমাকে সবথেকে শুভ বলেই মনে করা হয়। আর এদিন যদি পূর্ণিমা উপবাস পালন করা হয়, তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস।

Read more Photos on
click me!

Recommended Stories