রথের দড়ি একবার ছুঁলেই জীবনের এই ৫টি কষ্ট আর থাকে না! প্রচলিত নিয়ম জানেন তো?

Published : Jun 27, 2025, 04:03 PM IST

শতাব্দীপ্রাচীন পুরীর রথযাত্রা। এর একটি বিশেষ ঐশ্বর্য হল রথের দড়ি বা রশি। রথের এই পবিত্র রশির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু লোকবিশ্বাস। আজও বহু মানুষ ছুটে যান পুরীতে। রথের দড়িতে যদি হাত লাগানো যায়! কিন্তু কী কী শুভ ফল মেলে রথের দড়ি টানলে? জেনে নেওয়া যাক।

PREV
111

জগন্নাথের রথযাত্রা মানেই আপামর বাঙালির কাছে এক বৃহত্তর আবেগ। শ্রীচৈতন্যের সময়কাল থেকেই পুরীর রথযাত্রা বিখ্যাত হয়ে ওঠে বাঙালির কাছে। তার আগেও বঙ্গজীবনে শ্রীকৃষ্ণ ও জগন্নাথদেবের গুরুত্ব ছিল অপরিসীম।

211

শতাব্দীপ্রাচীন পুরীর রথযাত্রা। এর সঙ্গে জড়িয়ে নানা কাহিনী। এর একটি বিশেষ ঐশ্বর্য হল রথের দড়ি বা রশি।

311

রথের এই পবিত্র রশির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু লোকবিশ্বাস। আজও তাতে বিশ্বাস করে বহু মানুষ ছুটে যান পুরীতে।

411

জগন্নাথের রথযাত্রার দিন রথের দড়িতে যদি হাত লাগানো যায়! কিন্তু কী কী শুভ ফল মেলে রথের দড়ি টানলে? জেনে নেওয়া যাক।

511

রথের দড়ি একবার টানতে পারলে নাকি পুনর্জন্ম থেকে মুক্তি মেলে। মনে করা হয়, রথের দড়িতে যিনি রথযাত্রার দিন হাত লাগিয়ে টানতে পারবেন, তাঁকে আর পৃথিবীতে পুনরায় জন্ম নিতে হবে না।

611

পুনর্জন্ম থেকে মুক্তির অর্থ জাগতিক দুঃখকষ্ট থেকে মুক্তি। আর কখনও তাঁকে দুঃখকষ্ট পেতে হবে না বলে প্রচলিত বিশ্বাস রয়েছে।

711

রথের দড়ি অতীব পবিত্র বস্তু। তাই মনে করা হয়, এই দড়ি ধরে একবার অন্তত টানতে পারলে জীবনের সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পাপমোচনের জন্যই প্রতি বছর পুরীতে রথযাত্রার সময় ঢল নামে মানুষের।

811

বিশ্বাস করা হয়, রথের দড়ি ছুঁলে গঙ্গা স্নানের মতোই পুণ্য হয়। রথের দড়ি যিনি টানেন তার সব পাপ খণ্ডিত হয়। যা আদতে জীবনে গঙ্গা স্নানের মতোই পুণ্য বয়ে আনে। তাই জীবনে অন্তত একবার রথের দড়ি টানার বাসনা থাকে সবার।

911

স্কন্দপুরাণেও জগন্নাথদেবের রথযাত্রার বিশদ ব্যাখ্যা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, রথের দড়ি একবার টানতে পারলে তা অশ্বমেধ যজ্ঞের সমান ফল দেয়।

1011

যিনি রথের দড়ি টানেন, তার জীবনে সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের জোয়ার আসে। তাই রথের দড়ি একবার অন্তত ছোঁয়ার সংকল্প থাকে সকলের।

1111

রথের দড়ি নিয়ে বেশ কয়েকটি রেওয়াজও প্রচলিত রয়েছে। এই দড়ির সুতো দিয়ে মাদুলি বানিয়ে অনেকে শিশুর গলায় পরিয়ে রাখেন। এতে স্বয়ং জগন্নাথদেব শিশুকে রক্ষা করেন অসুস্থতার হাত থেকে।

Read more Photos on
click me!

Recommended Stories