ভাই-বোনের অটুট বন্ধনের উৎসব রাখি বন্ধন, এই বছর ৯ আগস্ট। প্রতিটি ভাই-বোন এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। বলা হয়, যে বোনেরা শুভ সময়ে তাদের ভাইয়ের হাতে রাখি বাঁধেন, তাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
রাখি বাঁধার আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার রাখি কোনও ভাবেই ছিঁড়ে যাচ্ছে না তো! আপনি যদি ভুল করেও এমন রাখি কিনে থাকেন তবে তা আপনার ভাইয়ের কব্জিতে বেঁধে রাখতে পারবেন না। কারণ ছিঁড়ে যাওয়া রাখি অশুভ বলে মনে করা হয়।