এ বছর কবে পড়ছে মনসা পূজা ২০২৫ ?
পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর অর্থাৎ, ২০২৫ সালে মা মনসার পূজা মূলত দুটি গুরুত্বপূর্ণ দিনে পালিত হবে। প্রথমত, ২৯ জুলাই, ২০২৫। অর্থাৎ, নাগ পঞ্চমীর দিন, বাংলা ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ। আর দ্বিতীয় দিনটি হল আগামী ১৩ আগস্ট, ২০২৫। অর্থাৎ, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ। আর এই দুই দিনেই বিভিন্ন জায়গায় পালিত হবে মনসা পূজা, নাগপঞ্চমী এবং অষ্টনাগ পূজা উপলক্ষে।