বর্ষ শেষে বিয়ের সানাই, সানিয়ার বোনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আজ্জু মিয়াঁর ছেলে

Published : Dec 13, 2019, 08:43 PM IST
বর্ষ শেষে বিয়ের সানাই, সানিয়ার বোনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আজ্জু মিয়াঁর ছেলে

সংক্ষিপ্ত

বিয়ের পিঁড়িতে বসলেন সানিয়ার বোন অক্টোবর মাসে বিয়ের খবর ফাঁস সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি সানিয়ার বোনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আজ্জু মিয়াঁর ছেলে

সানিয়ার বোনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আজ্জু মিয়াঁর ছেলে। বুধবার সাত পাকে বাধা পড়লেন মহম্মদ আসাদউদ্দিন ও আনম মির্জা। এই বিয়েকে কেন্দ্র করেই তারকাদের মেলা দেখা দিয়েছিল হায়দরাবাদে। ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ছেলে ও টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার বোনের এই বিয়েতে অতিথির তালিকায় ছিলেন একাধিক সেলিব্রিটি। 

 

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একাধিক ছবিতে দেখা গেল এক অন্য লুকে সানিয়াকে। পাত্রপাত্রী এদিন ছিল সকলের নজরের কেন্দ্রে। বিয়ে থেকে শুরু করে রিসেপশন, চোখ ধাঁধাঁনো অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন সানিয়া মির্জা। একি ছবি শেয়ার করেছেন পাত্রপাত্রীও। একই ফ্রেমে এদিন ধরা দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

 

বোনের বিয়ের খবর অক্টোবর মাসেই প্রকাশ্যে এনেছিলেন সানিয়া। তারও আগে থেকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা। এদিন পার্টিতে সানিয়াও অনবদ্য লুকে ধরা দিলেন। ঘনিষ্ঠমহলের সকলেই উপস্থিত ছিলেন এই পার্টিতে বলে জানা গিয়েছে। 

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড