চা বিরতির আগেই শেষ বাংলাদেশ, গোলাপি বিপ্লব ভারতীয় পেসারদের

  • ১০৬ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে গেল বাংলাদেশ
  • পিঙ্ক বলে দাপুটে বোলি সামি, ঈশান্ত ও উমেশের
  • দুরন্ত দিল্লির পেসার ,৫ উইকেট নিলেন ঈশান্ত শর্মা
  • ৩ উইকেট উমেশের, দুই উইকেট নিলেম মহম্মদ সামি

Anirban Sinha Roy | Published : Nov 22, 2019 11:18 AM IST

বাংলাদেশকে পিঙ্ক বল টেস্টের প্রথম ইনিংসে দুরমুশ করে দিল ভারতীয় দল। মাত্র ১০৬ রানেই বাংলাদেশকে অল আউট করে দিলেন ভারতীয় পেসার মহম্মদ সামি, ঈশান্ত শর্মা সহ উমেশ যাদবরা। বল হাতে ইডেন গার্ডেন্সে পিঙ্ক বলে প্রথম ৫ উইকেট পেলেন ঈশান্ত শর্মা। ৩ উইকেট নিলেন উমেশ যাদব ও ২টি উইকেট নিলেন মহম্মদ সামি। সেই সঙ্গে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রান করেই সাজঘরে ফিরতে হল গোটা বাংলাদেশ দলকে।

 

 

অন্যদিকে, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করলেন সাদমান ইসলাম। এছাড়া এক সংখ্যক রান করেন একাধিক ব্যাটসম্যানরা। ২৪ রান করে রিটায়ার হার্ট হন লিটন দাস। লিটনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চোট সেভাবে গুরুতর না হলেও, মাথায় চোটের কারণে কোনও ঝুঁকি না নিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হয় লিটনকে।

Share this article
click me!