আলকারাজের দাপটের সামনে মুখ থুবরে পড়লেন রুড, চার সেটের লড়াই জিতে শীর্ষস্থানে আলকারাজ

ইউএস ওপেনের ফাইনালে চার সেটের লড়াই শেষে ১৯ বছর বয়সী আলকারাজের পক্ষে ফল দাঁড়ায়, ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩। এই খেলায় জিতে সর্বকণিষ্ঠ হিসাবে পুরুষদের টেনিসে বিশ্বের এক নম্বর হলেন তিনি।

রুডকে টপকে শীর্ষস্থানে আলকারাজ। চার সেটের লড়াই জিতে পুরুষদের টেনিসে এক নম্বরে উঠে এলেন তিনি। অন্যদিকে চলতি বছরে ফরাসি ওপেনের পর এবার ইউএস ওপেনের ফাইনালেও শেষ রক্ষা করতে পারলেন না ক্যাসপার রুড। নাদালের দেশেরই কার্লোস আলকারাজের কাছে হার মানতে হল তাঁকে। ইউএস ওপেনের ফাইনালে চার সেটের লড়াই শেষে ১৯ বছর বয়সী আলকারাজের পক্ষে ফল দাঁড়ায়, ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩। এই খেলায় জিতে সর্বকণিষ্ঠ হিসাবে পুরুষদের টেনিসে বিশ্বের এক নম্বর হলেন তিনি।


প্রথম সেট থেকেই দাপটের সঙ্গে খেলেন তিনি। তাঁর দাপটের সামনে পিছিয়ে পড়তে হয় রুডকে। প্রথম সেটেই রুডের সার্ভিস ভেঙে দেন আলকারাজ। ৬-৪ জিতে এগিয়ে যান তিনি।

Latest Videos

দ্বিতীয় সেটে কিছুটা হলেও ঘুরে দাঁড়ান রুড। আলকারাজকে পাল্টা কোর্টের কাছে টেনে এনে পয়েন্ট জিততে থাকেন তিনি। চাপে পড়ে কয়েকটি ডবল ফল্ট করেন আলকারাজ।  দ্বিতীয় সেট ৬-২ জিতে যান তিনি।


তৃতীয় সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলকার ডাউন দ্য গ্রাউন্ড শটের সামনে মুখ থুবরে পড়েন রুড। তৃতীয় সেটের শুরু থেকেই কেউ এক ইঞ্চি জমিও ছেড়ে দেননি কাউকে। দু'জনেই নিজেদের সার্ভিস ধরে রেখেছিলেন। রুড দুটি সেট পয়েন্ট পেলেও হাল ছাড়েননি অলকা। দু’টি সেট পয়েন্ট বাঁচিয়ে খেলা টাইব্রেকারে নিয়ে যান তিনি। এরপর টাইব্রেকারে দাপটের সঙ্গে খেলে টাইব্রেকার জিতে নেন তিনি। 

আরও পড়ুনফাইনালে পর্যুদস্ত পাকিস্তান, ২৩ রানে ম্যাচ জিতে ষষ্ঠবার এশিয়া সেরা হল শ্রীলঙ্কা


চতুর্থ সেটে আর রুডকে ফিরতে দেননি আলকা। শুরুতেই ভেঙে দেন রুডের সার্ভিস।  ৬-৩ গেমে সেট জিতে ম্যাচ জিতে নেন আলকারাজ। প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলতে নেমে জিতলেন তিনি।  চার সেটের লড়াইয়ে জিতে সেই শীর্ষস্থান দখল করলেন আলকারাজ।

আরও পড়ুন এরাই বিশ্বের সেরা ১০ সুন্দরী মহিলা ক্রিকেটার, ছবি দেখলে মন ভালো হয়ে যাবে আপনারও


ম্যাচ জিতে আলকারাজ বলেন, "বিশ্বাস করতে পারছি না যে গ্র্যান্ড স্ল্যাম জিতেছি। এই দিনটার জন্যই টেনিস খেলা শুরু করেছিলাম। কয়েকটা সপ্তাহ স্বপ্নের মতো ছিল। এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করব।"

Share this article
click me!

Latest Videos

একা পেয়ে এ কী করলো প্রৌঢ় প্রতিবেশী! দেখলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য Hooghly-তে
Suvendu Adhikari : 'এই বাচ্চার দায়িত্ব আমার', স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে গিয়ে বললেন শুভেন্দু
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari
LIVE: Saif Ali Khan-এর উপর আকস্মিক হামলা! কেমন আছেন অভিনেতা? দেখুন সরাসরি
নিজের এই বাড়িতেই আক্রান্ত সইফ | Saif Ali Khan | #shorts | #bollywood |