Gururaja Poojary: কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় পদক, ভরোত্তলনে ব্রোঞ্জ জয় গুরুরাজা পূজারির

Published : Jul 30, 2022, 06:40 PM ISTUpdated : Jul 30, 2022, 07:15 PM IST
Gururaja Poojary: কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় পদক, ভরোত্তলনে ব্রোঞ্জ জয় গুরুরাজা পূজারির

সংক্ষিপ্ত

কমনওয়েলথ গেমসে ভারতের অগ্রগতি অব্য়াহত। শনিবার বিকেলেই এসেছিল প্রথম পদক। আর পদক এসেছিল ভরোত্তোলন থেকেই। ভারতের দ্বিতীয় পদকও এল ভরোত্তোলন থেকে।   

কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় পদক এল। ভরোত্তলনের ৬১ কিলো-তে পুরুষদের বিভাগের ফাইনালে নেমেছিলেন গুরুরাজা পূজারি। তিনি প্রতিযোগিতায় মোট ২৬৯ কিলো ওজন তুলে ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই বিভাগে স্ন্যাচে গুরুরাজা ১১৮ কিলো ওজন তোলেন এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৫১ কিলো ওজন তুলে নিজের পদক নিশ্চিত করার সঙ্গে সঙ্গে ভারতের পদক জয়ও নিশ্চিত করেন।  
 

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে