কমনওয়েলথে ভারতীয় ভারত্তোলকদের জয়জয়কার, দ্বিতীয় দিনে চারটি পদক, প্রশংসা প্রধানমন্ত্রীর

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দ্বিতীয় দিনে পদকের খাতা খুলেছে ভারত। একইদিনে চারটি পদক এসেছে ভারত্তোলন  বিভাগে। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

কমনওয়েলথ গেমস ২০২২-এ অংশ নিচ্ছেন ভারতের ২১৫ জন অ্যাথলিট। নীরজ চোপড়া সহ বেশ কিছু তারকা ক্রীড়াবিদ চোট সহ নানা কারণে প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। কিন্তু তারপরও  অতীতের সকল রেকর্ডকে ভারতীয় দল এবার ছাপিয়ে যাবে বলে আশা। আর সেই লক্ষ্যেই এগোনোর কাজটাও শুরু হয়ে গেল কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন থেকেই। গেমসের দ্বিতীয় দিনে মেডেল ট্য়ালিতে ভারতের নাম ওঠে। একটি সোনা, দুটি রূপো ও একটি ব্রোঞ্জ সহ মোট চারটি পদক এখনও পর্যন্ত জিতেছে ভারত। অ্যাথলিটদের এই সাফল্যের পর সকলকেই কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

কমনওয়েলথ গেমস ২০২২-এ দেশকে প্রথম পদক এনে দেন সংকেত সারগর। পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। মোট ২৪৮ কেজি তুলে রুপো জয় নিশ্চিৎ করেন সংকেত সারগর। তার থেকে মাত্র এক কেজি বেশি তুলে সোনা জেতেন  মালয়েশিয়ার বিন কাসদান। ফাইনালে চোট না পেলে হয়তো সোনা জয়ও হয়ে যেত সংকেতের। ফাইনালের ক্লিন এন্ড জার্ক দ্বিতীয় বার ভারত্তোলন করতে গিয়েই কনুইয়ে চোট পেয়ে যান সংকেত। কিন্তু সেই যন্ত্রণা নিয়েও দ্বিতীয় চেষ্টায় ১৩৫ কেজি ওজন তোলেন সংকেত। তৃতীয়বার তিনি ১৩৯ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু চোটের জন্য সেটা সম্ভব হয়নি। রুপো জয়ের পর তাকে শুভেচ্যা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন,'সংকেত সরগরের ব্যতিক্রমী প্রচেষ্টা। কমনওয়েলথ গেমসে তার রুপো জয় ভারতের জন্য একটি দুর্দান্ত শুরু। তাকে অভিনন্দন এবং ভবিষ্যতের সকল প্রচেষ্টার জন্য শুভকামনা।'

Latest Videos

 

 

ভারতের দ্বিতীয় পদক আসে গুরুরাজা পূজারির হাত ধরে। ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি।ফাইনালে ভারতের প্রতিযোগী মোট ২৬৯ কেজি ওজন তুলেছেন। স্ন্যাচে তিনি তোলেন ১১৮ কেজি এবং ক্লিন এন্ড জার্ক বিভাগে নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে ১৫১ কেজি ওজন তোলেন। দুই বিভাগ মিলিয়ে ২৬৯ কেজি ওজন তোলেন তিনি। এর  আগে ২০১৮ সালেও কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন তিনি। ট্য়ুইটারে শুভেচ্ছা বার্তায় মোদী লেখেন,'পি. গুরুরাজের সাফল্যে আমি আনন্দিত! কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জেতার জন্য তাকে অভিনন্দন। তিনি মহান দৃঢ়তা এবং সংকল্প প্রদর্শন করেছেন। আমি তাকে তার আরও অনেক মাইলফলক স্পর্শ করার কামনা করি।'

 

 

কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে মীরবাই চানুর হাত ধরে এবারের প্রথম সোনা আসে ভারতের ঝুলিতে। মেয়দের ৪৯ কেজি বিভাগে সোনা জেতেন চানু। টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি। এবার রেকর্ড গড়ে গেমসে সোনা জিতলেন চানু। স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টায় ৮৪ কিলো তোলেন চানু। পরের বার তোলেন ৮৮ কিলো। যা কিনা কমনওয়েলথ গেমসের রেকর্ড। তাঁর ব্যক্তিগত রেকর্ডও এটি। তৃতীয় বার ৯০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হন। স্ন্যাচিং বিভাগের শেষে শীর্ষে ছিলেন তিনিই। তাঁর সঙ্গে প্রতিদ্বদ্বীদের ব্যবধান থেকেই গিয়েছে। ক্লিন এন্ড জার্ক রাউন্ডে তিনি ১০৯ কেজি এবং ১১৩ কেজি ওজন তোলেন। সেটাও রেকর্ড। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, 'ব্যতিক্রমী মীরাবাই চানু। ভারত আবার গর্বিত! বার্মিংহাম গেমসে তিনি সোনা জিতেছেন এবং একটি নতুন কমনওয়েলথ রেকর্ড গড়েছেন বলে প্রত্যেক ভারতীয় আনন্দিত। তার সাফল্য অনেক ভারতীয়, বিশেষ করে উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে।'

 

 

বিন্দিয়ারানী দেবীর হাত ধরে কমনওয়েলথ  গেমসে ভারতের ঝুলিতে এল চতুর্থ পদক। ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রূপো জিতলেন তিনি। ৫৫ কেজির ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় ১১০ কিলো তুলেছিলেন বিন্দিয়ারানি। দ্বিতীয় বার ১১৪ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হন। শেষ বার তিনি যখন ভারোত্তোলন করতে আসছেন সেই সময় তিনি ছিলেন তৃতীয় স্থানে। শেষ প্রতিযোগী ছিলেন তিনি। সাহস দেখিয়ে ১১৬ কেজি তুলে রুপো জয় নিশ্চিৎ করেন বিন্দিয়ারানি। বিন্দিয়ারানির সাফল্যের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল  মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন,'কমনওয়েলথ গেমস বার্মিংহামে রূপো পদক জেতার জন্য বিন্দিয়ারানি দেবীকে অভিনন্দন। এই কৃতিত্ব তার দৃঢ়তার বহিঃপ্রকাশ এবং এটি প্রত্যেক ভারতীয়কে খুব খুশি করেছে। আমি তার ভবিষ্যত প্রচেষ্টার জন্য তার শুভ কামনা করি।'

 

 

এখনও একাধিক বিভাগে একাধিক অ্যাথলিট রয়েছে যারা ভারতকে পদক এনে দেওয়ার দাবিদার। ভারতীয় অ্যাথলিটদের  সাফল্যের কামনায় গোটা দশ। ভালো পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দলও। 

আরও পড়ুনঃকেমন হল কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, দেখুন সেরা ১০টি ছবি

আরও পড়ুনঃকমনওয়েলথ ২০২২-এ তাঁর কাছে স্বর্ণপদক আশা করছে দেশ, কীভাবে চর্চা করছেন কুস্তিগীর বজরং পুনিয়া?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla