Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে আরও এক সোনা, এবার পুরুষদের টেবিল টেনিসের সেরা পদক

Published : Aug 02, 2022, 08:36 PM IST
Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে আরও এক সোনা, এবার পুরুষদের টেবিল টেনিসের সেরা পদক

সংক্ষিপ্ত

কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এখন পদকের বন্যা। লন বোলস-এ সোনার পদক তো এসেছিল, এবার পুরুষদের টেবিল টেনিসেও সোনা পেল ভারত। পদক তালিকায় ভারত এখন অনেকটাই উপরে চলে এসেছে। 

কমনওয়েলথ গেমসে এখন দলগত বিভাগে ভারতের ক্রীড়াবিদরা চমকে দিতে শুরু করেছে। লন বোলসে যে সোনার পদক ভারতের ঝুলিতে এসেছে তা একটা দল হিসাবে। এবার পুরুষদের টেবিল টেনিসেও ভারতের সোনা এল দলগত বিভাগে। 
 

PREV
click me!

Recommended Stories

'ভারত-পাকিস্তান ম্যাচ না হলেই তো...' টি-২০ বিশ্বকাপ বানচাল করার ছক রশিদ লতিফের
রঞ্জি ট্রফি ২০২৫-২৬: দীর্ঘদিন পর খেলতে নেমে ২ বল স্থায়ী হল শুবমান গিলের ইনিংস