Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে আরও এক সোনা, এবার পুরুষদের টেবিল টেনিসের সেরা পদক

Published : Aug 02, 2022, 08:36 PM IST
Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে আরও এক সোনা, এবার পুরুষদের টেবিল টেনিসের সেরা পদক

সংক্ষিপ্ত

কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এখন পদকের বন্যা। লন বোলস-এ সোনার পদক তো এসেছিল, এবার পুরুষদের টেবিল টেনিসেও সোনা পেল ভারত। পদক তালিকায় ভারত এখন অনেকটাই উপরে চলে এসেছে। 

কমনওয়েলথ গেমসে এখন দলগত বিভাগে ভারতের ক্রীড়াবিদরা চমকে দিতে শুরু করেছে। লন বোলসে যে সোনার পদক ভারতের ঝুলিতে এসেছে তা একটা দল হিসাবে। এবার পুরুষদের টেবিল টেনিসেও ভারতের সোনা এল দলগত বিভাগে। 
 

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?