প্রথম হয়েও সোনা হাতছাড়া, দ্বিতীয় লং জাম্পের বিচারে কমনওয়েলথে রুপো জিতলেন মুরালি শ্রীশঙ্কর

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের লং জাম্পে রুপো জিতলেন মুরালি শ্রীশঙ্কর। মুরালি শ্রীশঙ্কর চলতি কমনওয়েলথে পুরুষদের লং জাম্পে ৮.০৮ মিটারের একটা দুর্দান্ত লাফ দিয়ে ছিনিয়ে নিয়েছেন দ্বিতীয় স্থান। 

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের লং জাম্পে রুপো জিতলেন মুরালি শ্রীশঙ্কর। মুরালি শ্রীশঙ্কর চলতি কমনওয়েলথে পুরুষদের লং জাম্পে ৮.০৮ মিটারের একটা সেরা লাফ দিয়ে ছিনিয়ে নিয়েছেন দ্বিতীয় স্থান। 

প্রথমবার কমনওয়েলথ গেমস থেকে ভারতের হয়ে হাই জাম্পে পদক এনে দিয়েছেন তেজস্বিন শঙ্কর, গতকাল তিনি জিতেছেন ব্রোঞ্জ। তাঁর জয়ের উচ্ছ্বাসের মধ্যেই অ্যাথলেটিক্সে আবার একটা পদক এল ভারতের ঘরে। এনে দিলেন কেরালার মাত্র ২৩ বছরের যুবক মুরালি শ্রীশঙ্কর।

Latest Videos

পুরুষ বিভাগে লম্বা লাফে ৮.০৮ মিটার পার করে ফেলেছেন মুরালি শ্রীশঙ্কর। তিনি তাঁর পাঁচ নম্বর লাফটি দিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন। বাহামার লাকোয়ান নারাইনের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে ছিলেন ভারতের অ্যাথলিট। দুজনের সেরা লাফগুলি বিচার করতে বেশ বেগ পেতে হয় বিচারকদের। অবশেষে প্রথম স্থানাধিকারীর নাম চূড়ান্তকরণ হয় দুই প্রতিযোগীর দ্বিতীয় সেরা জাম্পের বিচার করে। যেখানে নারাইন লাফ দিয়েছিলেন ৭.৯৮ মিটার দূরত্বে। । নারাইনেরও সেরা লাফ ছিল ৮.০৮ মিটার, কিন্তু তাঁর দ্বিতীয় সেরা ৭.৯৮ মিটারের লাফটি শ্রীশঙ্করের ৭.৮৪ মিটারের লাফের চেয়ে ভাল।

কমনওয়েলথ গেমস ২০২২-এর নিয়ম অনুসারে, যদি দু’জন লং জাম্পার একই দূরত্বে লাফিয়ে থাকেন, তখন যাঁর দ্বিতীয় প্রচেষ্টাটি ভালো হবে, তাঁকে প্রথম স্থানে রাখা হবে। প্রথম স্থান খুইয়ে সোনার পদক হাতছাড়া হয়েছে ঠিকই। তবে, রুপো জিতেও ইতিহাস গড়েছেন মুরালি। কমনওয়েলথ গেমসে পুরুষদের বিভাগে প্রথমবার ভারতের হয়ে রুপোজয়ী লং জাম্পার তিনি। 

ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ আফ্রিকার জোভান ভ্যান ভুরেন (৮.০৬ মিটার)। লড়াইয়ে থাকা অন্য ভারতীয়, মুহাম্মদ আনিস ইয়াহিয়া ৭.৯৭ মিটারের সেরা লাফ দিয়ে প্রতিযোগিতায় জিতে নিয়েছেন পঞ্চম স্থান।

কমনওয়েলথ গেমসে ভারতীয় পুরুষ লং জাম্পারদের মধ্যে শ্রীশঙ্করের রুপোই এপর্যন্ত সবার সেরা। তাঁর আগে ১৯৭৮ সালে ব্রোঞ্জ জিতেছিলেন সুরেশ বাবু। মহিলাদের মধ্যে, প্রজুষা মালিয়াক্কাল দিল্লিতে রুপো জিতেছিলেন ২০১০ সালে। কিংবদন্তি অঞ্জু ববি জর্জ ব্রোঞ্জ জিতেছিলেন ২০০২ সালে।


আরও পড়ুন-
হরমনপ্রীত সিংয়ের দুরন্ত হ্যাটট্রিক, ওয়েলসকে ৪-১ গোলে হারিয়ে হকির সেমিতে ভারত
'সোনার পদকের ছবিটা টাঙিয়ে রেখেছিলাম', মুখোমুখি জেরেমি লালরিননুঙ্গা
কমনওয়েলথ সিঙ্গলসে দুরন্ত সিন্ধু, হেলায় প্রথম ম্যাচ জিতলেন তারকা শাটলার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM