৫ অক্টোবর শুরু হতে পারে ওডিআই বিশ্বকাপ, ফাইনালের সম্ভাব্য দিন ১৯ নভেম্বর

Published : Mar 22, 2023, 12:44 PM IST
team india

সংক্ষিপ্ত

১২ বছর পর ভারতের মাটিতে ফের হচ্ছে ওডিআই বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ওডিআই বিশ্বকাপের সূচি অবশ্য এখনও প্রকাশ করেনি আইসিসি।

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলতে পারে এবারের ওডিআই বিশ্বকাপ। এখনও পর্যন্ত অবশ্য সূচি চূড়ান্ত করেনি আইসিসি। তবে বিসিসিআই কর্তারা ইঙ্গিত দিয়েছেন, ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচ হতে পারে। ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল হতে পারে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ৪৬ দিন ধরে চলবে বিশ্বকাপ। গ্রুপ লিগ ও নক-আউট মিলিয়ে হবে মোট ৪৮টি ম্যাচ। কোন শহরগুলিতে বিশ্বকাপের ম্যাচ, প্রস্তুতি ম্যাচ হবে সে ব্যাপারেও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। তবে দেশের যে শহরগুলিতে বেশি আন্তর্জাতিক ম্যাচ হয়, সেই শহরগুলিকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। ইডেন গার্ডেন্সেও হবে বিশ্বকাপের ম্যাচ। কলকাতা, আমেদাবাদ ছাড়াও বিশ্বকাপের ম্যাচ হতে পারে বেঙ্গালুরু, চেন্নাই, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, লখনউ, ইন্দোর, রাজকোট ও মুম্বইয়ে। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে এবার আমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে হতে পারে বিশ্বকাপ ফাইনাল।

বিসিসিআই সূত্রে খবর, আবহাওয়ার দিকে নজর রেখে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের কেন্দ্র ঠিক করা হবে। দেশের সব শহরে একই সময়ে বৃষ্টি হয় না। সে কথা মাথায় রেখেই বিশ্বকাপের সূচি ঠিক করা হচ্ছে। সবরকম পরিস্থিতির কথাই মাথায় রাখা হচ্ছে। আইসিসি-র পক্ষ থেকে সাধারণত বিশ্বকাপ শুরু হওয়ার এক বছর আগেই সূচি ও কেন্দ্র ঘোষণা করা হয়। কিন্তু এবার সেটা করা সম্ভব হয়নি। কারণ, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনও কয়েকটি বিষয়ে ছাড়পত্র পায়নি বিসিসিআই। এর মধ্যে আছে করছাড়, পাকিস্তান দলের ভিসা। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের ভারতে আসা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এবার আর যাতে সেই পরিস্থিতি তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে আইসিসি। সম্প্রতি দুবাইয়ে আইসিসি-র বৈঠকে বিসিসিআই-এর প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন, পাকিস্তান দলের ভিসা নিয়ে সমস্যা হবে না।

ভারতে আইসিসি টুর্নামেন্টে করছাড় নিয়ে জটিলতা নতুন নয়। এর আগেও এই সমস্যা হয়েছে। তবে ২০১৪ সালে আইসিসি-র সঙ্গে বিসিসিআই-এর যে চুক্তি হয়, তাতে করছাড়ের বিষয়টি স্পষ্ট উল্লেখ করা হয়েছে। কিন্তু তারপরেও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের সময় করছাড় নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা থাকলেও সেই টুর্নামেন্ট আর হয়নি। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরে যায়। এবার ওডিআই বিশ্বকাপ হতে চলেছে ভারতে।

আরও পড়ুন-

ওডিআই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড বাছাই প্রায় চূড়ান্ত, জানালেন দ্রাবিড়

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এখন অনেক ভদ্র হয়ে গিয়েছেন, পর্যবেক্ষণ বিরাটের

পরিবারের সঙ্গে ইজরায়েলে গিয়েছিলেন সচিন, ছবি ও ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড