ওডিআই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড বাছাই প্রায় চূড়ান্ত, জানালেন দ্রাবিড়

Published : Mar 21, 2023, 11:38 PM IST
Rahul Dravid

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ শেষ হচ্ছে বুধবার। ওডিআই বিশ্বকাপের আগে আর খুব বেশি ম্যাচ পাচ্ছে না ভারতীয় দল। ফলে বুধবারের ম্যাচটি ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ।

বুধবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তবে ম্যাচের আগের দিন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, বুধবারের ম্যাচের ফল নিয়ে তাঁরা ভাবছেন না। ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে তৈরি করাই আসল লক্ষ্য। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেছেন, ‘বিশ্বকাপের জন্য আমরা ১৭-১৮ জন খেলোয়াড়কে ইতিমধ্যেই বেছে নিয়েছি। এবার ১৫-১৬ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নিতে হবে। আমরা বিশ্বকাপের আগে দেশের মাটিতে আর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাব না। আমরা এই পরিবেশে খেলার সুযোগ পেয়েছি। এটা খুব ভালো হয়েছে। আমরা কীরকম দল চাই আর কোন খেলোয়াড়দের দলে চাই, সে ব্যাপারে স্পষ্ট ধারণা আছে। ফলে আশা করি সমস্যা হবে না।’

চোটের জন্য বিশ্বকাপে অনিশ্চিত জসপ্রীত বুমরা ও ঋষভ পন্থ। শ্রেয়াস আইয়ারও চোট পেয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণ, দীপক চাহারেরও চোট আছে। তবে দ্রাবিড় জানিয়েছেন, তিনি এটা নিয়ে খুব একটা চিন্তিত নন। এ প্রসঙ্গে ভারতীয় দলের প্রধান কোচ বলেছেন, 'আমরা সবসময়ই আগে থেকে ধরে নিই যে ভারতের মাটিতে পিচ থেকে সাহায্য পাবেন স্পিনাররা। এটা আসলে আমাদের ধারণা। কিন্তু গত ২ ম্যাচে বল খুব একটা ঘোরেনি। বিশ্বকাপে পিচ কেমন আচরণ করবে, সেটা আমরা কেউই জানি না। বিশ্বকাপে লিগ পর্যায়ের ম্যাচ হবে ৯টি শহরে। অক্টোবর মাসে বিশ্বকাপ হবে। আইপিএল-এ যেমন উইকেট থাকবে, বিশ্বকাপের সময় সেরকম উইকেট থাকবে না। আমাদের সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।'

দ্রাবিড় আরও বলেছেন, ‘আমাদের দলে একজন রিস্ট স্পিনার থাকলে ভালোই হবে। সেই রিস্ট স্পিনার যদি ভালো বোলিং করতে পারে, তাহলে সেটা আমাদের পক্ষে বিশেষ সুবিধাজনক হবে। মাঝের ওভারগুলিতে উইকেট নেওয়া জরুরি। রিস্ট স্পিনার দলে থাকলে মাঝের ওভারগুলিতে উইকেট নেওয়া সহজ হতে পারে। কুলদীপ (যাদব) ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। আমাদের দলে যুজি (যুজবেন্দ্র চাহাল) আছে। ও খুব ভালো বোলার। কিন্তু ও খেলার সুযোগ পাচ্ছে না। আমরা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খেলোয়াড়দের ধারাবাহিকভাবে সুযোগ দিতে চাই। কুলদীপ গত কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পাচ্ছে।’

আরও পড়ুন-

WPL 2023: ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালে দিল্লি ক্যাপিটালস

চেন্নাইয়ে খেলার সুযোগ পেতে পারেন যুজবেন্দ্র চাহাল, ইঙ্গিত রাহুল দ্রাবিড়ের

০ রানে ৭ উইকেট! আইপিএল-এর আগে হঠাৎ খেলতে নেমেই অসাধারণ নজির সুনীল নারিনের

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড