অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫ ফাইনাল: ভারতের বিরুদ্ধে অনবদ্য ইনিংস, কে এই সমীর মিনহাস?

Published : Dec 21, 2025, 03:18 PM IST
Sameer Minhas

সংক্ষিপ্ত

2025 ACC Under-19 Asia Cup: রবিবার দুবাইয়ে (Dubai) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। টসে জিতেও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়ে গিয়েছে ভারত।

DID YOU KNOW ?
২ মিনহাস ভাই খেলছেন
আরাফত মিনহাস পাকিস্তানের সিনিয়র দলের হয়ে টি-২০ খেলেছেন। তাঁর ভাই সমীর মিনহাস পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন।

India U19 vs Pakistan U19: সমীর মিনহাস (Sameer Minhas) নামটা এতদিন ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে অপরিচিত ছিল। কিন্তু রবিবার এই কিশোরের ব্যাটিং দেখে শুধু ভারতই নয়, ক্রিকেট দুনিয়ার সবাইকেই নড়েচড়ে বসতে হল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (2025 ACC Under-19 Asia Cup) ফাইনালে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে মিনহাসের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করল পাকিস্তান। ওপেন করতে নেমে ঝোড়ো শতরান করলেন মিনহাস। এই কিশোর ১১৩ বল খেলে ১৭২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি। দ্বিশতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন এই কিশোর। শেষপর্যন্ত অবশ্য দ্বিশতরানের আগেই তাঁকে থামিয়ে দেন দীপেশ দেবেন্দ্রন (Deepesh Devendran)। না হলে পাকিস্তানের ইনিংসের পরেই এই ম্যাচের ফল স্পষ্ট হয়ে যেত। ভারতীয় দলের জয়ের আশা আর থাকত না।

মুলতানে জন্ম মিনহাসের

২০০৬ সালের ২ ডিসেম্বর পাকিস্তানের মুলতানে (Multan) জন্ম হয় মিনহাসের। তাঁর পরিবার ক্রিকেট খেলা ভালোবাসে। এই কারণে ছোটবেলা থেকেই খেলার সঙ্গে যুক্ত তিনি। তাঁর বাবা নিজেও ক্রিকেট খেলা ভালোবাসেন। এই কারণে তিনি ছেলেদের ক্রিকেটার করে তোলার চেষ্টা শুরু করেন। পরিবারের বড় ছেলে আরাফত মিনহাস (Arafat Minhas) ইতিমধ্যেই পাকিস্তানের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। তিনি চারটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ছোট ছেলেও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন। দাদাকে দেখে আত্মবিশ্বাস, অনুপ্রেরণা ও উৎসাহ পাচ্ছেন মিনহাস। এই কিশোর ভারতীয় উপমহাদেশের সব দেশের শিশুদের মতোই পাড়ার রাস্তায়, পার্কে, মাঠে খেলা শুরু করেন। তারপর স্থানীয় ক্লাবে যোগ দেন। সেখান থেকে বড় ক্রিকেটার হয়ে ওঠার লক্ষ্যে যাত্রা শুরু হয়। প্রথমে মুলতানের অনূর্ধ্ব-১৩ দল, তারপর দক্ষিণ পাঞ্জাবের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলে মুলতানের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান। এরপর পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অসাধারণ ব্যাটিং মিনহাসের

এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার (Malaysia) বিরুদ্ধে ম্যাচে যুব ওডিআই ফর্ম্যাটে মিনহাসের অভিষেক হয়। সেই ম্যাচে এই কিশোর ১৪৮ বলে ১৭৭ রান করে অপরাজিত থাকেন। এবার ফাইনালে ভারতের বিরুদ্ধেও তিনি অসাধারণ ইনিংস খেললেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৬
২০০৬ সালে পাকিস্তানের মুলতানে জন্ম সমীর মিনহাসের।
২০০৬ সালে পাকিস্তানের মুলতানে জন্ম হয় সমীর মিনহাসের। এই কিশোর রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে শতরান করলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table: অ্যাশেজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অস্ট্রেলিয়া, ভারত রয়েছে ষষ্ঠ স্থানে
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫ ফাইনাল: সমীর মিনহাসের শতরান, ভারতকে চাপে ফেলে দিল পাকিস্তান