2025 ACC Under-19 Asia Cup: পাকিস্তানকে (India vs Pakistan) হারিয়ে কয়েক মাস আগেই সিনিয়র পর্যায়ে এশিয়া কাপ (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারত-পাক লড়াই।

DID YOU
KNOW
?
এশিয়া কাপে সফলতম ভারত
পুরুষদের সিনিয়র পর্যায়ে এশিয়া কাপে সফলতম দল ভারত। সাফল্যের বিচারে ভারতের ধারেকাছে নেই পাকিস্তান।

India U19 vs Pakistan U19: বড় টুর্নামেন্টের ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করে অনেকবার হেরে গিয়েছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধেও অতীতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করে ফল ভালো হয়নি। কিন্তু রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (2025 ACC Under-19 Asia Cup) ফাইনালে সেই একই ভুল করল ভারতীয় দল। দুবাইয়ে (Dubai) আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে (ICC Academy Ground, Dubai) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। এই সিদ্ধান্তের ফল ভালো হল না। প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল পাকিস্তান। এই টুর্নামেন্টে ভারতের কিশোর ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫০-এর কাছাকাছি রান তাড়া করে জয় পাওয়া কঠিন। ভারতের ব্যাটারদের অনবদ্য পারফরম্যান্স দেখাতে হবে। তবেই চ্যাম্পিয়ন হতে পারবে দল।

সমীর মিনহাসের বিধ্বংসী ব্যাটিং

প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করল পাকিস্তান। সবচেয়ে ভালো ব্যাটিং করলেন ওপেনার সমীর মিনহাস (Sameer Minhas)। এই কিশোর ১১৩ বল খেলে ১৭২ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি। তাঁর সামনে ভারতের কোনও বোলারই সুবিধা করতে পারেননি। একসময় মনে হচ্ছিল দ্বিশতরান করবেন মিনহাস। তবে শেষপর্যন্ত ৪৩-তম ওভারে দীপেশ দেবেন্দ্রনের (Deepesh Devendran) বলে কনিষ্ক চৌহানের হাতে ধরা পড়েন পাকিস্তানের এই ব্যাটার। আহমেদ হুসেনও (Ahmed Hussain) ভালো ব্যাটিং করেন। এই কিশোর ৭২ বল খেলে ৫৬ রান করেন। উসমান খান (Usman Khan) ৩৫ রান করেন।

দীপেশের ৩ উইকেট

ভারতের বোলারদের মধ্যে দীপেশ ১০ ওভার বোলিং করে ৮৩ রান দিয়ে ৩ উইকেট নেন। খিলান প্যাটেল (Khilan Patel) ১০ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। হেনিল প্যাটেল (Henil Patel) ১০ ওভার বোলিং করে ৬২ রান দিয়ে জোড়া উইকেট নেন। কনিষ্ক ১০ ওভার বোলিং করে ৭২ রান দিয়ে ১ উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।